রবি ঠাকুরের জন্মদিন অর্থাৎ রবীন্দ্রজয়ন্তী। রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষে দুই বাংলা জুড়ে বিশেষ আয়োজন করা হয়েছে। এরকম এক মুহূর্তে বিশ্বের দুই প্রান্তের দুই শিল্পীর ৬ মে নিজেদের মেলে ধরলেন অন্যভাবে। কলকাতার বিখ্যাত সঙ্গীত শিল্পী ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্না চিত্রকর সৌমিতা সাহা ও ফরাসি শিল্পী ও সেতার বাদক গ্ৰেগ সৌজের যৌথ প্রয়াসে মেলোটউনস্ রেকর্ড থেকে প্রকাশ পেতে চলেছে ইন্দো-ফ্রান্স কোলাবরেশনে তৈরি রবীন্দ্র সঙ্গীতের নতুন মিউজিক ভিডিও। এর আগেও গ্রেগ সৌজের সঙ্গে কাজ করেছে সৌমিতা। আরও একবার সৌমিতা-গ্রেগ যুগলবন্দী পাওয়া গেল।
রবিঠাকুরের ফরাসি সংস্কৃতির প্রতি প্রেম তার অনুরাগীরা সকলেই জানেন। ২০২২ শে ইন্দো- ফ্রেন্চ সংস্কৃতির সেতু বন্ধন হয়েছে সৌমিতা ও গ্ৰেগের হাত ধরেই। সম্প্রতি মহারাষ্ট্রের শিক্ষা ও স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান দ্বারা অপরাজিতা- ওম্যান অফ দা ইয়ার সম্মানে ভূষিতা সৌমিতা সাঙ্গীতিক পরিবেশে বেড়ে ওঠার কারণে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের প্রতি তার আগ্রহ জন্মায় স্বাভাবিকভাবেই। অন্যদিকে গ্ৰেগের রবীন্দ্র অনুরাগ আসে তার পারিবারিক সুত্রে পাওয়া দর্শন শাস্ত্রের কিছু বইয়ের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়ে। এই গানটির কিছু অংশ শুটিং হয়েছে ফ্রান্সে, আর কিছু অংশ শুটিং হয়েছে কলকাতায়।
এই গানটির বিষয়ে গ্ৰেগ জানিয়েছেন, "রবীন্দ্রনাথের ঠাকুরের গান ও কবিতা আমায় অনুপ্রেরণা যোগায়, আমার বন্ধু ও অত্যন্ত গুনী শিল্পী সৌমিতার সাথে এই কাজটি করতে পেরে আমি আপ্লুত। সৌমিতা ও গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর দুজনই ভারতীয়। রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা নিবেদন করতে যে একজন অত্যন্ত গুনী ভারতীয় শিল্পী কে পাশে পেয়েছি, এটি অনেক বড় ব্যাপার। আমি এর আগেও সৌমিতার সঙ্গে কাজ করেছি এবং সেই গানটি ফ্রান্সে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে এবং অনেক মানুষের পছন্দ হয়েছে।"
আরও পড়ুনঃ য়লা পাচারকাণ্ডে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জামিন যোগ্য গ্রেফতারি পরোয়না
- More Stories On :
- Rabindra Sangeet
- Soumita Saha
- Greg Sauje