এই মুহূর্তে বাংলায় ‘ডেমোক্রেসি’ নয়, ‘মমতাক্রেসি’ রয়েছে। যার আর এক নাম - অটোক্রেসি।রাজ্য সরকারের সমালোচনা করে জারি করা এক টুইট বিবৃতিতে এই মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধু্রী।তিনি টুইটে আরও লেখেন, ”থানার সামনে বিজেপি নেতার খুনের ঘটনায় অনেক প্রশ্ন উঠছে এবং উঠবে। দিদি, আপনি চাইলে খুনি ধরা পড়বে। আপনি না চাইলে অ্যারেস্ট হয়ত কেউ হবে, কিন্তু প্রকৃত খুনি অ্যারেস্ট হবে না। সিআইডি, পুলিশ কারোর কোনো ক্ষমতা নেই আপনার কথার বাইরে গিয়ে তদন্ত করে। দিদির দালালরা বাজারে নেমে গেছেন 'হ্যা'-কে 'না' করতে।” ধারাবাহিক টুইটে তিনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন, বিরোধী মানে প্রতিপক্ষ, শত্রু নয়। তাই বাংলায় যেন রাজনৈতিক খুন বন্ধ হয়। অধীর চৌধু্রী লিখেছেন, মনে রাখবেন চিরদিন আপনি ক্ষমতায় থাকবেন না। ”বদলা নয়, বদল চাই – বলেছিলেন, ভুলে গেলেন দিদিভাই??” মণীশ শুক্লার হত্যার ঘটনায় এভাবেই সমালোচনায় সরব হলেন তিনি।