শুনুন ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা-র সাথে ইন্দিরা গান্ধী-র সেই ঐতিহাসিক কথোপকথন। মহাকাশচারী রাকেশ শর্মা ১৯৮৪ ৩ রা এপ্রিল মহাকাশে গিয়েছিলেন। পুর্বতন সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের কাজাখ বাইকোনুর কসমোড্রোম থেকে উৎক্ষেপিত সোভিয়েত রকেট সয়ুজ T-11-এ চড়ে মহাকাশে প্রবেশকারী প্রথম ভারতীয় নাগরিক ছিলেন রাকেশ শর্মা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চন্দ্রযান-৩ এর সাফল্যের কথা বলতে গিয়ে এই প্রসঙ্গ উপস্থাপনা করেন।
- More Stories On :
- Rakesh Sharma
- Space Visit
- Indira Gandhi
- Mamata Bandyopadhyay
- Rusia
- India