রাজ্যের সেচ ও পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ তিনজন নেতার নিরাপত্তারক্ষী প্রত্যাহার করে নেওয়া হল। এই তিনজন হলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন , নন্দীগ্রামের নেতা আবু তাহের ও মেঘনাদ পাল। মোশারফ জানিয়েছেন, মঙ্গলবার সকাল থেকেই আমার দুই নিরাপত্তারক্ষীকে ফিরিয়ে নিয়েছে পুলিশ। এর কারণ জানার জন্য ফোন করলেও পুলিশ সুপার ফোন ধরেননি।
আরও পড়ুন ঃ লোকাল ট্রেন চালু হতেই জনসমুদ্র হাওড়া স্টেশন
নিরাপত্তারক্ষী প্রত্যাহার নিয়ে আমি চিন্তিত নই। কোনও চাপের কাছে আমি নতিস্বীকার করব না। আবু তাহের ও মেঘনাদ পাল নিরাপত্তারক্ষী প্রত্যাহার করে নেওয়ার ঘটনাকে দুর্ভাগ্যজনক বলেছেন।
- More Stories On :
- Shuvendu Adhikari
- শুভেন্দু অধিকারী
- security guards
- নিরাপত্তারক্ষী
- Withdrawal
- প্রত্যাহার