অবশেষে কেটেছে নিম্নচাপের ভ্রূকুটি। আর নিম্নচাপ কাটতেই মঙ্গলবার রাত থেকেই কমতে শুরু করেছে তাপমাত্রা। যার জেরে মহানগরীতে ঠান্ডা অনুভূত হয়েছে। আগামী ২৪ ঘণ্টাতেও কমবে তাপমাত্রা। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। তবে গত কয়েক দিনের তুলনায় কমেছে সর্বনিম্ন তাপমাত্রা। ২৪ ঘণ্টায় তা হতে পারে ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। মঙ্গলবারের তুলনায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় আড়াই ডিগ্রি কম।
মঙ্গলবারই আকাশ পরিষ্কার হতে শুরু হয়েছিল। বুধবারও রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ থাকবে পরিষ্কার। গত কয়েক দিনের তুলনায় ঠান্ডাও থাকবে বেশি। গত দুদিন ধরেই একটি স্যাঁতস্যাঁতেভাব সর্বত্র। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগর থেকে আসা জ্বলীয়বাষ্পের জেরেই দক্ষিণের জেলাগুলিতে গত দুদিন বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল। বাদ ছিল না মহানগরও। ১৬ নভেম্বর আবহাওয়া শুষ্ক থাকার কথা ছিল। তবে মঙ্গলে আবার দক্ষিণ ২৪ পরগনা-সহ দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের সব জায়গায় বৃষ্টি হয় অল্প।
বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গত কয়েক দিন মেঘাচ্ছন্ন ছিল আকাশ। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিও হয়েছে। এর জেরে উত্তুরে হাওয়া ঢুকতে যে বাধার সৃষ্টি হয়েছিল, তা এখন আর রইল না। ফলে নিজের ইনিংস খেলবে শীত।
- More Stories On :
- Winter Came
- North Wind
- 2 degree centigrade temperature fall