ব্যাংকের কর্মী পরিচয় দিয়ে বড়সড় প্রতারণা ঘটল। এই ঘটনায় ভিন রাজ্য থেকে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঝাড়খণ্ড থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করলো বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ৬৫ বছরের পবন কুমার সারোগী চলতি বছর জুন মাসে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন যে এক ব্যক্তি তাঁকে ফোন করে একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের কর্মী হিসাবে পরিচয় দেয় এবং জানায় তাঁর নামে ৫ লক্ষ টাকার একটি চেক রয়েছে। সেই চেক ক্লিয়ার করার জন্যে ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড গেছে সেটা দিতে হবে। ব্যাংকের কর্মী হিসাবে বিশ্বাস করে ফোনে আসা ওটিপি তিনি শেয়ার করলে তার একাউন্ট থেকে ৪ লক্ষ টাকা উধাও হয়ে যায়।
সেই তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে এই ব্যক্তির থেকে যাওয়া টাকা পৌঁছেছে ঝাড়খণ্ডের দুটি ব্যাংক একাউন্টে। সেই সূত্র মারফত ঝাড়খণ্ডে হানা দেয় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। সেখান থেকে সপ্তম কুমার এবং হেমাংশু কুমারকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হয়। এই চক্রের অন্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
আরও পড়ুনঃ মেডিক্যাল কলেজে নির্বাচন, স্বাস্থ্য কর্তাদের সঙ্গে আলোচনা অধ্যক্ষের
- More Stories On :
- Bank Froud
- OTP
- Money Theft
- Kolkata