শুট আউট বন্ধ হওয়ার কোনও লক্ষণ নেই বাংলায়। মালদায় চলছিল একের পর এক শুট আউটের ঘটনা। বাদ যায়নি উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার নানা এলাকা। ফের গুলি চলল দক্ষিণ ২৪ পরগনায়। বৃহস্পতিবার রাতে জমি বিবাদকে কেন্দ্র করে গুলি চলল দক্ষিণ ২৪ পরগনার উস্থিতে থানার বাগাড়িয়ায়। গুলিতে নিহত বুদ্ধদেব হালদার উস্থি থানার শ্রীচন্দা গ্রাম পঞ্চায়েতের চক দেবী ঘোষ এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বাগাড়িয়াতে দুষ্কৃতীরা বুদ্ধদেব হালদারকে লক্ষ্য করে গুলি করে। গুলিবিদ্ধ হন বুদ্ধদেব হালদার। পরে তাঁকে জখম অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর অবস্থার অবনতি হয়। পরে তাঁকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা বুদ্ধদেব হালদারকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে উস্থি থানার পুলিশ।
এদিকে উস্থির শুট আউটের ঘটনায় পুলিশ ইতিমধ্যেই তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, মাটিকাটা ব্যবসা ও জমি জমা সংক্রান্ত ব্যবসা নিয়েই বচসার জেরে এই খুনের ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দারা জানান, বুদ্ধদেব হালদার এলাকায় জমির দালালি ও মাটি কাটার ব্যবসা করতেন।
আরও পড়ুনঃ নিউটাউনে বীভৎস কাণ্ড, উদ্ধার তরুণীর অর্ধনগ্ন মৃতদেহ
- More Stories On :
- South 24 Parganas
- Shootout
- Today news