২০১৭ সালে ২৫ এপ্রিল নক্সালবাড়ির রাজু মাহালির বাড়িতে মধ্যাহ্নভোজন করেছিলেন অমিত শাহ। নিজের হাতে তাঁকে রান্না করে খাইয়েছিলেন গীতা মাহালি। সেই রাজু মাহালির স্ত্রী গীতা মাহালিকে হোমগার্ডের চাকরি দিল রাজ্য সরকার। পর্যটন মন্ত্রী গৌতম দেব তার বাড়িতে গিয়ে চাকরির আশ্বাস দেয়। বৃহস্পতিবার দার্জিলিং জেলা সভাপতি রঞ্জন সরকার গিয়ে গীতা মাহালির হাতে চাকরির শংসাপত্র তুলে দেন। তিনি এদিনই নক্সালবাড়ি থানায় কাজে যোগ দেন। কাজে যোগ দেওয়ার পর রাজু মাহালি রাজ্য সরকারকে ধন্যবাদ জানান। তার স্ত্রী গীতা মাহালিও খুশি। অন্যদিকে রঞ্জন সরকার জানান, 'বিজেপির নেতারা এসে খাওয়া দাওয়া করে মিথ্যা আশ্বাস দেন তা প্রমাণিত। আর আমরা মানুষের পাশে থাকি তাই চাকরির ব্যাবস্থা করে দিলাম।
আরও পড়ুন ঃ বহিরাগতদের বাংলা মেনে নেবে নাঃ মমতা
জানা গিয়েছে , অমিত শাহ রাজু মাহালির বাড়িতে মধ্যাহ্নভোজন করে যাওয়ার পর থেকে তাদের সঙ্গে আর কোনও যোগাযোগ রাখেনি বিজেপি। এরপর রাজু মাহালি ও তাঁর স্ত্রী তৃণমূলে যোগ দেয়। এরপর গীতা মাহালি রাজ্য সরকারের কাছে চাকরির আবেদন জানায়। সেইমতো এদিন তার হাতে হোমগার্ডের নিয়োগপত্র তুলে দেওয়া হয়। চাকরি পেয়ে গীতা মাহালি কৃ্তজ্ঞতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
- More Stories On :
- Amit Shah
- Gita Mahali
- Raju Mahali
- Goutam Deb
- Mamata Bandyopadhay