গত ২৪ ঘন্টায় রাজ্যে এক ধাক্কায় অনেকটা কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। টানা তিন দিন রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল। গতকাল, শুক্রবার কিছুটা কমেছিল। শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৯,০৬৪ জন। শুক্রবার সেই সংখ্য়া ছিল ২২,৬৪৫। গতকালের তুলনায় কমেছে সাড়ে তিন হাজারের বেশি। বেশ কয়েকদিন ধরে ২০ হাজারের গন্ডি কিছুতেই কমছিল না। এদিন কিছুটা স্বস্তি পেয়েছে রাজ্য় স্বাস্থ্য় দফতর। তবে মৃতের সংখ্যা লাফিয়ে অনেকটা বেড়ে গিয়েছে। ফের এদিনও পজিটিভিটি রেট কমেছে। এদিন পজিটিভিটি রেট ২৯.৫২ শতাংশ। গতকাল পজিটিভিট রেট ছিল ৩১.১৫ শতাংশ।
তবে গত কয়েকদিনের তুলনায় এদিন মৃতের সংখ্যা বেড়েছে অনেকটাই। করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বাংলায় মৃত্যু হয়েছে ৩৯ জনের। গতকাল সংখ্যাটা ছিল ২৮। রাজ্য়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০,০৫২। পাশাপাশি এদিন সুস্থ হয়েছে ৯,১৩২ জন।
কয়েক দিন আগে করোনা আবহে রাজ্যে ভোট বন্ধ হওয়া নিয়ে মন্তব্য করেছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিও একাধিকবার রাজ্য নির্বাচন কমিশনের কাছে পুরভোট বন্ধ করার জন্য আবেদন জানিয়েছিল। হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতের রাজ্য সরকারের সম্মতিতে পুরভোট তিন সপ্তাহ পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশিন। এই ভোট পিছিয়ে দেওয়ায় সাধুবাদ জানিয়েছে রাজ্যের চিকিৎসকরা।
কোন জেলায় কত সংক্রমণ
কলকাতা ৪,৮৩১
উত্তর ২৪ পরগনা ৩,৪৯৬
দক্ষিণ ২৪ পরগনা ১,২৮২
হাওড়া ১,০০৩
পশ্চিম বর্ধমান ৮৫৭
পূর্ব বর্ধমান ৭৬৩
হুগলি ১,০৭২
বীরভূম ৮০০
নদিয়া ৭৩৯
মালদা ৭৫৩
মুর্শিদাবাদ ৪৪৬
পশ্চিম মেদিনীপুর ৪৫৮
পূর্ব মেদিনীপুর ২১৫
পুরুলিয়া ১৯৮
দার্জিলিং ৪৭৬
বাঁকুড়া ৩৬৯
জলপাইগুড়ি ৩১৯
উত্তর দিনাজপুর ২৭৪
দক্ষিণ দিনাজপুর ২৪৫
ঝাড়গ্রাম ১৯০
কোচবিহার ১৩৭
আলিপুরদুয়ার ৯৮
কালিম্পং ৪৩
- More Stories On :
- Corona
- Covid-19
- West Bengal
- District
- Bulletin