টানা নেমে যাওয়ার পর রাজ্যে ফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪,৯৬৯জন। গতকালের তুলনায় করোনা সংক্রিমেতর সংখ্যা বেড়েছে প্রায় পাঁচশো। গতকাল আক্রান্ত হয়েছিলেন ৪,৪৯৪ জন। এদিন রাজ্যে মোট করোনা পরীক্ষা হয়েছে ৬৭,৮৬২ জনের। পজিটিভিটি রেটও প্রায় একই রয়েছে। গতকাল পজিটিভিটি রেট ছিল ৭.১২ শতাংশ। এদিন রেট ৭.৩২ শতাংশ।
তবে এদিনও করোনা সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা টানা তিরিশের ঘরেই রয়ে গিয়েছে। এদিন করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৪ জনের। মৃত্যু হার ১.০৩ শতাংশ।
এদিন মোট সুস্থ হয়েছেন ১৭,৭৩৪ জন। জলপাইগুড়িতে ৭ ও উত্তর ২৪ পরগনায় ৭ জনের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। কলকাতায় মৃত্যুর সংখ্যা ৬। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ২০,৪৪৫। কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৬৫৪ জন। আক্রান্তের সংখ্যায় কলকাতাকে টপকে গিয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় করোনা সংক্রমিত হয়েছেন ৬৯৭ জন।
কোন জেলায় কত সংক্রমণ
কলকাতা ৬৫৪
উত্তর ২৪ পরগনা ৬৯৭
দক্ষিণ ২৪ পরগনা ৪০৯
হাওড়া ১৪৫
পশ্চিম বর্ধমান ১৭৬
পূর্ব বর্ধমান ২০৭
হুগলি ২১৯
বীরভূম ৩১৯
নদিয়া ২৯৬
মালদা ২৩৪
মুর্শিদাবাদ ১২৫
পশ্চিম মেদিনীপুর ১৭১
পূর্ব মেদিনীপুর ৮৪
পুরুলিয়া ৭২
দার্জিলিং ১২৪
বাঁকুড়া ২৯১
জলপাইগুড়ি ১৭০
উত্তর দিনাজপুর ৯৩
দক্ষিণ দিনাজপুর ১২৭
ঝাড়গ্রাম ৫৮ কোচবিহার ১৪৬
আলিপুরদুয়ার ১১০
কালিম্পং ৪২
আরও পড়ুনঃ 'মেরা দেশ মহান হ্যায়'...... প্রজাতান্ত্রিক দেশ কতটা এগিয়েছে
আরও পড়ুনঃ প্রজাতন্ত্র দিবস ও ভারতের সংবিধান, জানা ইতিহাসের আজানা দিক গুলি জেনে নিন এক ঝলকে
- More Stories On :
- Corona
- Covid-19
- West Bengal
- District
- Bulletin