ফের রাজ্যে কিছুটা বাড়ল সংক্রমণের হার। মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২১,০৯৮। যদিও রবিবারের তুলনায় কিছুটা কম। গত ২৪ ঘন্টায় কলকাতাতেও করোনা সংক্রমিতের সংখ্যা রবিবারের তুলনায় কমেছে অনেকটা। একই অবস্থা উত্তর ২৪ পরগনার ক্ষেত্রেও। তবে সোমবারের তুলনায় সংক্রমণ ফের কিছুটা বেড়ে যাওয়ায় চিন্তায় রেখেছে চিকিৎসক মহলকে। এদিন করোনা পরীক্ষা করা হয়েছে মোট ৬৫,২১০ জনের।
রাজ্যে প্রতিদিনই রকেট গতিতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গতকাল, সোমবার করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৯,২৮৬। রবিবার ছিল ২৪,২৮৭। এদিকে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি চলছে। অন্যদিকে কেন্দুলিতে জয়দেবের মেলা হবে বলেও ঘোষণা করেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। করোনা সংক্রমণ রুখতে রাজ্যের বিভিন্ন শহরে স্থানীয় প্রশাসন আংশিক লকডাউন ঘোষণা করছে। স্থানীয় স্তরে দোকানপাট বন্ধ রাখা হচ্ছে। এখনও বহু মানুষ মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছে।
রাজ্যে মোট আক্রান্ত ২১,০৯৮
কোন জেলায় কত সংক্রমণ
কলকাতা ৬,৫৬৫
উত্তর ২৪ পরগনা ৪,০১৬
হাওড়া ১,৮১৫
পশ্চিম বর্ধমান ১,১০৯
হুগলি ১,৩০৫
দক্ষিণ ২৪ পরগনা ১,৪৩৫
বীরভূম ৬৮২
পূর্ব বর্ধমান ৬২২
নদিয়া ৩৮৫
মালদা ৫৪৪
মুর্শিদাবাদ ৪৪৫
পশ্চিম মেদিনীপুর ৫১৪
পুরুলিয়া ২০৯
দার্জিলিং ২২৬
বাঁকুড়া ২৫৬
জলপাইগুড়ি ১৩৪
উত্তর দিনাজপুর ১৮১
পূর্ব মেদিনীপুর ২১৯
ঝাড়গ্রাম ১৫২
দক্ষিণ দিনাজপুর ১২৮
কোচবিহার ৬৬
আলিপুরদুয়ার ৭০
কালিম্পং ২০
- More Stories On :
- Corona
- Covid-19
- West Bengal
- District
- Bulletin