সন্দেশখালির পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে তড়িঘড়ি কেরল সফর কাটছাঁট করে রাজ্যে ফিরে এসেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তারপর আজ তড়িঘড়ি সন্দেশখালিতে পৌঁছে যান রাজ্যের সাংবিধানিক প্রধান। রাজ্যপাল সন্দেশখালিতে ঢুকতেই তাঁর পথ আটকে রাস্তায় বসে পড়েন হাজরা-হাজার মহিলা। মুখ-মাথা কাপড়ে ঢেকে ‘বাঁচার কাতর আর্তি’ তাঁরা জানান রাজ্যপালের কাছে। বছরের পর বছর ধরে শেখ শাহজাহান-শিবু হাজরারা তাঁদের উপর অত্যাচার চালিয়েছে বলে অভিযোগ মহিলাদের। এমনকী পুলিশে অভিযোগ জানালেও কোনও ফল হয়নি বলে অভিযোগ তাঁদের। রাজ্যপালকে মৌখিক অভিযোগ জানানোর পাশাপাশি লিখিতভাবেও অভিযোগপত্র জমা দিয়েছেন এলাকাবাসী।
এদিন ধামাখালি থেকে বোটে চেপে সন্দেশখালিতে পৌঁছোন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল এদিন সন্দেশখালি ফেরিঘাটে নেমে থানার রাস্তা ধরে হেঁটে যেতে শুরু করেন। কিছুটা যেতেই রাজ্যপালের পথ আটকে রাস্তায় বসে পড়তে দেখা যায় কাতারে-কাতারে মহিলাকে। প্রায় সবার মুখই ছিল কাপড়ে ঢাকা। শাহজাহান-বাহিনীর ভয়ে তাঁদের পরিচয় গোপন রাখতেই এই কৌশল বলে জানান অনেকে।
এদিন রাজ্যপালকে এক মহিলা বলেন, “শাহাজাহানদের ভয়ে আমরা মুখ খুলতে পারি না। শিবু হাজরার জন্য এলাকায় টিকতে পারি না। শেখ শাহাজহান এখনও এই এলাকায় ঘুরছে। ওকে গ্রেফতার করা হোক। আমাদের হুমকি দিচ্ছে, পরে আমাদের দেখে নেবে। পুলিশকে বললেও কোনও কাজ হয় না। আমাদের অভিযোগ নেয় না পুলিশ। উল্টে থানা থেকে বলে তোমরা শিবু হাজরার কাছে যাও। আমাদের ভরসা আপনি। আমরা কোনও দলের লোক নয়। আমাদের বাঁচান।”
আর এক মহিলা রাজ্যপালের হাত ধরে প্রায় কাঁদতে কাঁদতে বলেন, “স্যার, শিবু হাজরাকে না ধরলে আমাদের ভয়ঙ্কর অবস্থা হবে। আমরা কারও দিকে মুখ তুলে তাকাতে পারব না। এরা এলাকায় ফিরলে আমাদের বাঁচতে দেবে না। উত্তম, শিবু হাজারাদের ফাঁসি চাই। ওরা দিনের পর দিন অত্যাচার করেছে। সব জেনেও কিছু বলেনি পুলিশ। আপনি আনাদের বাঁচান। ১৩ বছর ধরে এই অত্যাচার সহ্য করছি। সন্দেশখালি থানার ওসিকে আগে সাসপেন্ড করুন। ওদের জন্যই আজ আমাদের এই অবস্থা। আমাদের দুরবস্থার জন্য প্রশাসন দায়ী।”
এদিন ঠান্ডা মাথায় সন্দেশখালির মহিলাদের সব অভিযোগ শুনেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁদের আশ্বস্ত করে তিনি বলেন, “আমি আপনাদের সঙ্গে আছি। আপনারা চিন্তা করবেন না। একদম চিন্তা করবেন না।”
আরও পড়ুনঃ সন্দেশখালিতে রাজ্যপাল, মহিলা কমিশন, আাটকানো হল শুভেন্দুদের, কাল তৃণমূলের প্রতিনিধি দল
- More Stories On :
- Governor
- Sandeshkhali
- CV Anand Bose