বেহালার বাসিন্দা এক বাইক আরোহী যখন নিউটাউনে আছিলেন সেই সময় মা ফ্লাই ওভারের উপর ঘুড়ির সুতোয় জড়িয়ে পড়েন। কোনওরকমে সুতো ছাড়িয়ে প্রাণে বাঁচেন ওই ব্যক্তি। এরপর সেক্টর ফাইভে আসতেই অস্বস্তি অনুভব হলে বিধাননগর পুলিশের নবদিগন্ত ট্রাফিক পুলিশকে ঘটনাটি জানায়।
পুলিশের কাছে থাকা সেভলোন দিয়ে ওয়াস করে আন্টি সেপটিক ক্রিম দিয়ে দেওয়া হয় ঘড়ির সুতোই কেটে যাওয়া মুখের পাশ থেকে ঘাড় পর্যন্ত ক্ষতস্থলে। তবে এই প্রথম নয়, ঘুড়ির সুতোর কারণে এর আগেও বড় বড় দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে বহু নৃত্য যাত্রীকে। যদিও আজকের এই ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচেছেন বাইক আরোহী।
আরও পড়ুনঃ আবাস যোজনার তালিকা থেকে নিজের নাম বাতিলের আবেদন পঞ্চায়েত সদস্যের