কালো পোশাকে প্রতিবাদের ভাষা খুঁজে নিলেন চাকরিহারাদের একাংশ। তাঁদের মধ্যেই ছিলেন প্রাক্তন শিক্ষক মেহবুব মণ্ডল। কালো পাঞ্জাবি পরে পরীক্ষাকেন্দ্রে হাজির হলেন তিনি। বারুইপুরের বাসিন্দা মেহবুবের পরীক্ষা পড়েছে সোনারপুর বিদ্যাপীঠ স্কুলে। সকালেই রওনা দিয়ে পৌঁছে যান কেন্দ্রে। ক্ষোভ চেপে রাখেননি,
সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে সোজাসুজি উগরে দেন মনের কথা। তাঁর অভিযোগ, “যেভাবে সতীদাহের নামে নারীদের জোর করে চিতায় ঠেলে দেওয়া হত, কিংবা গ্যালিলিওকে চুপ করিয়ে দেওয়া হয়েছিল, রাষ্ট্রীয় উদ্যোগ আর বিচার বিভাগের সহায়তায় আজ আমাদেরও ঠিক তেমনভাবেই আবার নতুন অগ্নিপরীক্ষায় ঠেলে দেওয়া হচ্ছে। এর ফল কী হবে, আমরা জানি না।”
সেই বহুল আলোচিত প্যানেলই এর কেন্দ্রে। রাতারাতি প্রায় ২৬ হাজার শিক্ষক চাকরি হারিয়েছিলেন। এরপর থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত হয়েছে অসংখ্য শুনানি, দরবার। কিন্তু শেষ পর্যন্ত চাকরি ফেরাতে না পেরে নতুন পরীক্ষাতেই বসতে হচ্ছে তাঁদের। এবার বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষক নিয়োগ হবে ৩৫ হাজার ৭৫২ শূন্যপদে।
দুই দফায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রথম ধাপ ৭ সেপ্টেম্বর—যেখানে নবম-দশম শ্রেণির জন্য পরীক্ষা দেবে ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯ প্রার্থী। দ্বিতীয় ধাপ ১৪ সেপ্টেম্বর—একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য বসবেন আরও ২ লক্ষ ৪৬ হাজার চাকরিপ্রার্থী। ফলে মোট পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়াচ্ছে প্রায় ৫ লক্ষ ৬৫ হাজার। রাজ্যজুড়ে প্রথম দিনে ৬৩৫টি কেন্দ্রে পরীক্ষা হবে, আর দ্বিতীয় দিনে ৪৭৮টি কেন্দ্রে বসবেন পরীক্ষার্থীরা।
- More Stories On :
- WBSSC 2025 Exam
- West Bengal SSC Teacher Recruitment
- WBSSC 9th-10th Exam 2025
- West Bengal Teacher Eligibility Test
- WB Teacher Recruitment 2025
- SSC School Teacher Exam West Bengal
- WBSSC Exam Date 7 September 2025
- West Bengal SSC Admit Card
- WBSSC Result 2025
- WB Teacher Job নিউজ
- ডব্লিউবি এসএসসি পরীক্ষা ২০২৫
- পশ্চিমবঙ্গ এসএসসি শিক্ষক নিয়োগ
- নবম-দশম শিক্ষক পরীক্ষা ২০২৫
- শিক্ষক নিয়োগ পরীক্ষা পশ্চিমবঙ্গ
- ডব্লিউবি শিক্ষক চাকরি ২০২৫
- এসএসসি পরীক্ষা তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৫
- পশ্চিমবঙ্গ শিক্ষক পরীক্ষা সংবাদ
- ডব্লিউবি এসএসসি এডমিট কার্ড
- এসএসসি রেজাল্ট ২০২৫ পশ্চিমবঙ্গ
- শিক্ষক চাকরির খবর পশ্চিমবঙ্গ