হাম্পের দাবীতে রাস্তা অবরোধ পূর্ব বর্ধমানের পালিতপুর এলাকায়। শনিবার রাতে পথ দুর্ঘটনায় সিউড়ি কাটোয়া কানেকটিং রোডে দু'জনের মৃত্যু হয়। রবিবার সকাল থেকেই সেই রাস্তায় হাম্পের দাবীতে পথ অবরোধ শুরু করে স্থানীয়রা। এই সিউড়ি কাটোয়া কানেকটিং রোডের পালিতপুর এলাকায় একটি স্কুল রয়েছে।
স্থানীয়দের অভিযোগ এই রাস্তা দিয়ে দ্রুত গতিতে লরি চলাচল করে। যার ফলে প্রায়শই দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনায় প্রায়শই প্রাণহানীর ঘটনা ঘটে বলে অভিযোগ স্থানীয় মানুষজনের। ধীর গতিতে যাতে এই রাস্তা দিয়ে যানবাহন চলাচল করে সে কারণে এই রাস্তায় হাম্পের দাবীতে অবরোধ শুরু করে পালিতপুর এলাকার বাসিন্দারা। পরে দেওয়ানদিঘী থানার কর্তব্যরত পুলিসেরা এসে, লিখিত আশ্বাসে দেওয়ায় প্রায় তিন ঘন্টা পর অবরোধ তোলে স্থানীয়রা।
আরও পড়ুনঃ 'বলরামদেব প্রচুর পরিশ্রম করতেন বলে সন্ধ্যাবেলা সুরা পান করতেন' বর্ধমানের বিজেপি নেতার ভিডিও ভাইরাল
আরও পড়ুনঃ গঙ্গারামপুরে স্কুলের ক্লাসরুমে ভিতর ইউনিফর্ম পরে নাচ ভাইরাল
- More Stories On :
- Speed Breakers
- Accident
- Speeding
- Lorry
- Palitpur
- Purba Bardhaman