কামারহাটি পুরসভা সংলগ্ন বেলঘরিয়া রথতলায় পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতেও টাকার হদিশ মিলেছে বলে সূত্রের খবর। ইডি আধিকারিকরা ইতিমধ্যেই ৫টি টাকা গোনার মেশিন নিয়ে আসছে। মনে করা হচ্ছে এই ফ্ল্যাটেও কোটি কোটি টাকা উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন কসবার ইচ্ছে এন্টারটেইনমেন্টের অফিসেও হানা দেয় ইডি আধিকারিকরা। সেখানে দিনভর তল্লাশি চালাচ্ছে ইডি। তাছাড়া হানা দিয়েছে অর্পিতা বেলঘরিয়ার বালিদেওয়ান পাড়ার বাড়িতে, যে বাড়িতে তাঁর মা থাকেন।
এর আগে অর্পিতার দক্ষিণ কলকাতার ফ্ল্যাট থেকে প্রায় ২২ কোটি টাকা পাওয়া যায়{ এবারহ বেলঘরিয়ার ফ্ল্যাটে কত টাকা পাওয়া যাবে সেটাই এখন প্রশ্ন। যেহেতু 5টা টাকা গোনার মেশিন নিয়ে যাওয়া হচ্ছে তাতে বিপুল টাকার হদিশ মিলতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, ঘরের ওয়াড্রপ খুললেই টাকার বান্ডিল বেরিয়ে আসে। এদিন বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে সেখানে পৌঁছায় ইডি আধিকারিকরা। যদিও দেওয়ানপাড়ার বাড়িতে তল্লাশি করে তেমন কিছু মেলেনি বলে অর্পিতার মা জানিয়েছেন।
আরও পড়ুনঃ জনদরদী ‘এক টাকার ডাক্তার’-এর প্রয়াণে কান্নায় ভেঙে পড়লেন অনুব্রত
আরও পড়ুনঃ পার্থর প্রমীলা সঙ্গ নিয়ে বিব্রত দল! অর্পিতা, মোনালিসা... আর কে কে?
- More Stories On :
- Arpita Mukherjee
- Gold
- Belgharia Flat
- Money