বাংলার চাকরি সহ ব্যবসা , টেন্ডার , ঠিকাকাজ , লাইসেন্স সমস্ত ক্ষেত্রে বাঙালি প্রতিনিধিদের অধিকার সুনিশ্চিত করতে উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষালের কাছে ডেপুটেশন জমা দিল বাংলা পক্ষ হুগলি জেলা। প্রসঙ্গত , গত ১ নভেম্বর এই একই ইস্যুতে ৯০% ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে হুগলীর জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশীষ চক্রবর্তীকে স্মারকলিপি জমা দেয় বাংলা পক্ষর প্রতিনিধিরা। বিধায়ক তাদের কথা শোনেন এবং তা বিবেচনা করে দেখার প্রতিশ্রুতি দেন।
আরও পড়ুনঃ ডোমজুড়ে অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত ছয়টি কারখানা
দীর্ঘ দু'বছর ধরে ভূমিপুত্র সংরক্ষণের জন্য লড়াই করে চলেছে বাংলা পক্ষ। তাদের মতে , হিন্দি সাম্রাজ্যবাদকে দমন করার জন্য শ্রেষ্ঠ উপায় হল ভূমিপুত্র সংরক্ষণ। বাঙালি তথা বাংলার ভূমিজ জাতির প্রতিনিধিরা যাতে বাংলায় চাকরি , ব্যবসা এবং সমস্ত ক্ষেত্রে অগ্রাধিকার পায় তা সুনিশ্চিত করতে ৯০% ভূমিপুত্র সংরক্ষণ আইন অবিলম্বে বাংলায় পাস করানো দরকার। বিধানসভায় যাতে এই দাবি ওঠে , সেদিকে লক্ষ্য রাখছে বাংলা পক্ষ। এর আগে, ইটাহারের বিধায়ক অমল আচার্য ভূমিপুত্র সংরক্ষণ আইনের কথা বিধানসভায় তোলেন। তার এই পদক্ষেপের কারণে বাংলা পক্ষর তরফ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়েছিল।
উল্লেখ্য , ইতিমধ্যে ভূমিপুত্র সংরক্ষণ নিয়ে ভারতের বিভিন্ন রাজ্য আইন পাস করেছে। তারমধ্যে বিজেপি, কংগ্রেস ও বাম শাসিত রাজ্য আছে। তাই বাংলা পক্ষর দাবি যে বাংলার ক্ষেত্রেও যেন এই রাজনৈতিক দলগুলি একইভাবে নিজেদের দায়িত্ব পালন করেন।