গোপাল দলপতি প্রকাশ্যে আসার পর এবার আড়ালে থেকেই সংবাদ মাধ্যমে মুখ খুললেন রহস্যময়ী হৈমন্তী গঙ্গোপাধ্যায়। তিনি ষড়যন্ত্রের স্বীকার বলে দাবি করলেন হৈমন্তী। তিনি কোনও ভাবেই শিক্ষক নিয়োগে দুর্নীতির সঙ্গে যুক্ত নন বলে দাবি করেছেন।
এদিনও আদালত থেকে বেরিয়ে হৈমন্তীর নাম জড়িয়েছেন শিক্ষক নিয়োগে দুর্নীতির ঘটনায় কেন্দ্রীয় সংস্থার হাতে গ্রেফতার যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। এর আগে বারে বারেই বলেছেন রহস্যময়ী হৈমন্তী এই দুর্নীতিতে যুক্ত। তাঁকে ধরলেই রহস্যের জাল উন্মোচন হবে।
এদিন হৈমন্তী সংবাদমাধ্যমকে জানান, তিনি কোনও দিন কুন্তলকে দেখেননি, তাঁকে চেনেন না। তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। তাঁর সঙ্গে গোপাল দলপতির কোনও জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট নেই বলেও দাবি করেছেন হৈমন্তী। তিনি জানান, তাঁদের মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। তবে শিক্ষক নিয়োগে দুর্নীতি সম্পর্কে তিনি বিন্দুবিসর্গ জানেন না। কেন তাঁকে ফাঁসানো হচ্ছে তাও তিনি বুঝতে পারছেন না। তাঁর কথায়, আমি অভিনয় জগতের লোক। এসব কিছুই আমি জানি না। আমার শরীর অসুস্থ তাই সংবাদ মাধ্যমের সামনে আসতে পারিনি। তদন্ত করলেই সব স্পষ্ট হয়ে যাবে।
- More Stories On :
- Haimanti ganguly
- Kuntal ghosh