ফের ১০ হাজারের নীচে করোনা সংক্রমণ। ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৯,১৫৪। গত দুদিন সংক্রমিতের সংখ্যা ছিল ১০ হাজারের ওপর। এদিন ৭২,৭৩৮ জনের করোনা পরীক্ষা হয়েছে। টেস্টের সংখ্যাও বেড়েছে। এদিন পজিটিভিটি রেট ছিল ১২.৫৮ শতাংশ। রাজ্য় স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী করোনায় মৃত্যু হয়েছে ৩৫ জনের৷ গতকাল ছিল ৩৭ জন। গত বেশ কয়েক দিন ধরেই ৩০ ওপর রয়েছে মৃত্যুর সংখ্যা। এদিকে এদিন হাওড়ায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের। তবে গত ২৪ ঘন্টায় হাওড়ায় আক্রান্তের সংখ্যা ছিল ৩৪৪। সাম্প্রতিক কালে এই জেলায় সর্বোচ্চ।
রাজ্যে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২০,২৬৫। একদিনে কলকাতায় করোনায় আক্রান্ত হয়েছে ১,৩৭৫ ও ১,৩১৭ জন উত্তর ২৪পরগনায়। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৪৭ হাজার ২৫৪ জন। একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৭০৩ জনের।
কোন জেলায় কত সংক্রমণ
কলকাতা ১,৩৭৫
উত্তর ২৪ পরগনা ১,৩১৭
দক্ষিণ ২৪ পরগনা ৬০৫
হাওড়া ৩৪৪
পশ্চিম বর্ধমান ৩৪৫
পূর্ব বর্ধমান ৪২১
হুগলি ৩৪১
বীরভূম ৭৫০
নদিয়া ৪১৪
মালদা ৩৪৯
মুর্শিদাবাদ ৩৩২
পশ্চিম মেদিনীপুর ১৭১
পূর্ব মেদিনীপুর ১৩৫
পুরুলিয়া ১৭৪
দার্জিলিং ৫০৪
বাঁকুড়া ২৯১
জলপাইগুড়ি ৩১০
উত্তর দিনাজপুর ২৭৯
দক্ষিণ দিনাজপুর ১৯৫
ঝাড়গ্রাম ৮৯
কোচবিহার ১৯৮
আলিপুরদুয়ার ১৫৭
কালিম্পং ৫৮
আরও পড়ুনঃ বর্ধমান উন্নয়ন সংস্থায় নেই স্থানীয় বিধায়ক, দায়িত্বে কাকলি
আরও পড়ুনঃ প্রেসিডেন্সির বন্দি নিখোঁজের তদন্ত করবে ডিজিপি মর্যাদার আধিকারিক, নির্দেশ হাইকোর্টের
- More Stories On :
- Corona
- Covid-19
- West Bengal
- District
- Bulletin