রাজনীতি থেকে স্বেচ্ছাবসর নিলে কেমন হয়? বীজপুরের বিজেপি বিধায়ক শুভ্রাংশু রায় বৃভস্পতিবার নিজের ফেসবুক ওয়ালে এমনই একটি পোস্ট করেছেন। তাঁর এই পোস্ট ঘিরে তীব্র জল্পনা শুরু হয়েছে। তবে কি বিজেপি ছেড়ে রাজনীতি থেকে অবসর নিতে চলেছেন তিনি। রাজনৈতিক মহলে এমনই জল্পনা শুরু হয়েছে তাঁর এই পোস্টকে কেন্দ্র করে।
আরও ্পড়ুনঃ মণীশ শুক্লা খুনের ঘটনায় ব্যারাকপুর ও টিটাগড় পুরসভার প্রশাসককে জেরা সিআইডি ’র
প্রসঙ্গত , মুকুল রায় দলে যোগ দেওয়ার অনেকদিন পরে দলের সর্বভারতীয় সহ-সভাপতির পদ পেলেও শুভ্রাংশু কো্নও পদ পাননি। এছাড়াও দলের কাজে তাঁকে খুব একটা সক্রিয় হতে দেখা যায়নি। এর পাশাপাশি উত্তর ২৪ পরগনায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে শুভ্রাংশু কিছুটা হলেও ্কো্নঠাসা। এর জেরেই এই পোস্ট কিনা , তা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
- More Stories On :
- Shuvrangshu Roy
- Facebook post