হাইকোর্টে একাধিক রাজনৈতিক মামলা চলতে থাকায় বিরক্ত বিচারপতিদের একাংশ। আর সোমবার মাত্র একবেলায় সদ্যসমাপ্ত পঞ্চায়েত নির্বাচন নিয়ে সোমবার কলকাতা হাইকোর্টে মোট ৭৩টি মামলার শুনানি হতে চলেছে। আদালতের বিভিন্ন এজলাসে এই মামলাগুলো চলবে। ৭৩টি মামলার মধ্যে ২৬টি জনস্বার্থ মামলা। জনস্বার্থ মামলাগুলোর শুনানি হবে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের এজলাসে। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে রয়েছে ১৬টি মামলা। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রয়েছে ২৮টি মামলা।
একদিনে পঞ্চায়েত নির্বাচন নিয়ে ৭৩টি মামলা শুনানির জন্য তালিকাভুক্ত হওয়ায় বিস্মিত হাইকোর্টের আইনজীবীরাও। তাঁরা এই ঘটনাকে নজিরবিহীন আখ্যা দিয়েছেন। আইনজীবীদের মতে, ইতিমধ্যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে দায়ের মামলা ১০০ ছাড়িয়েছে। তারপরও মামলার সংখ্যা ক্রমশ বাড়ছে।
সোমবারের উল্লেখযোগ্য মামলাগুলোর মধ্যে রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর দায়ের করা মামলাও।
আরও পড়ুনঃ আটকে থাকা কুকুর বাঁচার তাগিদে ফোন করলো! এ কাহিনী শুনলে অবাক হতেই হবে
- More Stories On :
- Panchayat Election 2023
- Kolkata High Court
- Election