শুক্রবার হালিশহর পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেস নেতা রাজু শাহানি কে গ্রেফতার করলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। একটি চিটফান্ড মামলায় তাঁকে গ্রেফতার করা হয় বলে সুত্রের খবর। সুত্রের খবর রাজু সাহানির ফ্ল্যাট থেকে উদ্ধার প্রায় ৮০ লক্ষ টাকা। থাইল্যান্ডের একটি ব্যাংক একাউন্ট থাকার হদিশ। জানা যায়, রাজু সাহানি সনমার্গ কো-অপারেটিভ চিটফান্ড সংস্থা’র দুর্নীতি মামলায় অভিযুক্ত ছিলেন।
শুক্রবার নিউটাউনে রাজু সাহানির বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। সিবিআইয়ের সূত্রে খবর, বহু কোটি টাকার সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। বেশ কিছু স্থায়ী সম্পত্তির দলিল উদ্ধার হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা বাড়িতে একটি দেশি পিস্তলও উদ্ধার করেছে।
আরও পড়ুনঃ বামেদের আন্দোলন নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ বিজেপি জেলা সভাপতির,'সিপেমুল'এর আন্দোলন বলে কটাক্ষ
- More Stories On :
- Raju Sahani
- Sunnmarg
- Chit Fund
- Halisahar