করোনা সংক্রমণের হার বেড়ে চলেছে রাজ্য। বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা ২২,১৫৫। মৃত্যু হয়েছে ২২ জনের। গতকাল, মঙ্গলবার এই সংখ্যা ছিল ২১,০৯৮। এদিন মোট পরীক্ষা হয়েছে ৭১,৭৯২ জনের। কলকাতায় ফের সংক্রমণ বেড়েছে গতকালের তুলনায় প্রায় পাঁচশো। এখনও পর্যন্ত রাজ্যে মোট কোভিড ১৯ আক্রান্তের সংখ্য়া ১৮,১৭,৫৮৫। ক্রমশ বাড়ছিল পজিটিভিট রেট। এদিন কিছুটা কমেছে পজিটিভিটি রেট, ছিল ৩০.৮৬ শতাংশ।
পজেটিভিটি রেট বৃদ্ধি চিন্তায় ফেলেছিল রাজ্যকে। মঙ্গলবার পজিটিভিটি রেট ছিল ৩২.৩৫ শতাংশ। এই হার কমায় কিছুটা স্বস্তি মিলেছে স্বাস্থ্য দফতরের। একদিনে সুস্থ হয়েছেন ৮,১১৭জন। কলকাতায় এদিনও আক্রান্তের সংখ্যা ৭ হাজার পেরিয়েছে। এছাড়া বেশ কিছু জেলায় সংক্রমণ বেড়েছে, কোথাও আবার একটু কমেছে। মোদ্দা কথা করোনার তৃতীয় ঢেউ এখনও শঙ্কায় রেখেছে রাজ্যবসীকে। এদিকে বাংলায় একাধিক শহরে আংশিক লকডাউন চলছে।
কোন জেলায় কত সংক্রমণ
কলকাতাঃ ৭,০৬০
উত্তর ২৪ পরগনাঃ ৪,৩২৬
হাওড়াঃ ১,৪৬১
পশ্চিম বর্ধমানঃ ১,০১০
হুগলিঃ ১,১০৭
দক্ষিণঃ ২৪ পরগনা ১,৪৬১
বীরভূমঃ ৭০১
পূর্ব বর্ধমানঃ ৭৭৮
নদিয়াঃ ৬৩৫
মালদাঃ ৫১৮
মুর্শিদাবাদঃ ৪২১
পশ্চিম মেদিনীপুরঃ ৩০৯
পুরুলিয়াঃ ২৭৮
দার্জিলিংঃ ৫০০
বাঁকুড়াঃ ৩৭০
জলপাইগুড়িঃ ২৫৫
উত্তর দিনাজপুরঃ ১৭৫
পূর্ব মেদিনীপুরঃ ২৪১
ঝাড়গ্রামঃ ২৯৫
দক্ষিণ দিনাজপুর ১৪১
কোচবিহারঃ ৮৬
আলিপুরদুয়ারঃ ৭৮
কালিম্পংঃ ৫১
- More Stories On :
- Corona
- Covid-19
- West Bengal
- District
- Bulletin