রাজ্যে বেড়ে চলেছে করোনা সংক্রমণের হার। টানা তিন দিন বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। সংক্রমিতের সংখ্যা পেরিয়ে গেল ২৩ হাজার। বাড়ল পজিটিভিটি রেট, এদিন মৃত্যুর সংখ্যাও বেড়েছে। রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২৩,৪৬৭। এদিন পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ৩২.১৩। গতকাল এই রেট ছিল ৩০.৮৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২৬ জনের। গতকাল এই সংখ্যা ছিল ২২।
পিজিটিভি রেট বৃদ্ধি চিন্তায় রাখলো বাংলাকে। মঙ্গলবার পজিটিভিটি রেট ছিল ৩২.৩৫ শতাংশ। গতকাল এই হার কিছুটা কমেছিল। এদিন তা বেড়ে যাওয়ায় ফের রাজ্য স্বাস্থ্য দফতরের কর্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। একদিনে সুস্থ হয়েছেন ৮,১৩৯জন। কলকাতায় আক্রান্তের সংখ্যাও কিছুটা কমেছে। বেড়েছে অন্য কয়েকটি জেলায়। এদিন পর্যন্ত মোট হোম আইসোলেশনে আছেন ১,২৭,৭৮৯জন। হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৫২৫। ২৩৯ জন আছেন সেফ হোমে।
কোন জেলায় কত সংক্রমণ
কলকাতা ৬,৭৬৮
উত্তর ২৪ পরগনা ৪,৭২৮
হাওড়া ১,২৮৯
পশ্চিম বর্ধমান ১,২৬১
হুগলি ১,৩৩৫
দক্ষিণ ২৪ পরগনা ১,৩৪৯
বীরভূম ৮৯৫
পূর্ব বর্ধমান ৮৬১
নদিয়া ৭০৮
মালদা ৫৪৮
মুর্শিদাবাদ ৫৭৬
পশ্চিম মেদিনীপুর ৫৯০
পুরুলিয়া ২৭২
দার্জিলিং ৪৬২
বাঁকুড়া ৪৪২
জলপাইগুড়ি ২৪৮
উত্তর দিনাজপুর ২৩৬
পূর্ব মেদিনীপুর ৩০০
ঝাড়গ্রাম ১১৫
দক্ষিণ দিনাজপুর ২৬৭
কোচবিহার ১২৮
আলিপুরদুয়ার ৭৬
কালিম্পং ১৩
- More Stories On :
- Corona
- Covid-19
- West Bengal
- District
- Bulletin