রাজ্যে টানা তিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পর গত ২৪ ঘন্টায় সামান্য কমেছে। রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ছিল ২২,৬৪৫। গতকাল এই সংখ্য়া ছিল ২৩,৪৬৭। তবে কিছুতেই ২০ হাজারের গন্ডি কমছে না। এদিন পজিটিভিটি রেটও সামান্য় কমেছে। গতকাল পজিটিভিট রেট ছিল ৩২.১৩, এদিন ৩১,১৫ শতাংশ। তবে এদিন ফের বেড়েছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২৮ জনের। গতকাল সংখ্যাটা ছিল ২৬। রাজ্য়ে মোট করোনায় মৃত্য়ু হয়েছে ২০,০১৩ জনের।
করোনার তৃতীয় ঢেউয়ে বাংলা তোলপাড়। সংক্রমণের সংখ্য়া সেভাবে কমছে না, পাশাপাশি পজিটিভিটি রেটও প্রায় এক তৃতীয়াংশ। স্বভাবতই চিন্তা থেকেই যাচ্ছে। এদিকে গঙ্গাসাগর মেলায় মানুষের থিকথিকে ভিড়। এরপর পরিস্থিতি কী দাঁড়াবে তা নিয়ে আশঙ্কায় রয়ছে চিকিতসক মহল। এদিকে রাজ্যের চার পুরসভার ভোট বন্ধ মামলার সিদ্ধান্তও ঝুলে গিয়েছে। দোকান-পাট, রাস্তায় এখনও বহু মানুষের মুখে মাস্ক নেই। নতুবা থুতনিতে মাস্ক ঝুলছে। মোদ্দা কথা আগামিতে করোনা সংক্রমণের হাল কী দাঁড়াবে এসব ভেবেই আতঙ্ক তাড়া করছে। এদিন সুস্থ হয়েছেন ৮,৬৮৭ জন। গতকাল সংখ্য়াটা ছিল ৮,১৩৯। কলকাতায় আক্রান্তের সংখ্যাও অল্প বেড়েছে।
কোন জেলায় কত সংক্রমণ
কলকাতা ৬,৮৬৭
উত্তর ২৪ পরগনা ৪,০১৮
দক্ষিণ ২৪ পরগনা ১,৫৩৩
হাওড়া ১,২২৩
পশ্চিম বর্ধমান ৯৩৭
পূর্ব বর্ধমান ৭৬৭
হুগলি ১,৩৯৪
বীরভূম ৯৮৪
নদিয়া ৮১৬
মালদা ৬৪৮
মুর্শিদাবাদ ৩৯০
পশ্চিম মেদিনীপুর ৪৭৯
পূর্ব মেদিনীপুর ২৪৬
পুরুলিয়া ২২৬
দার্জিলিং ৫৯৬
বাঁকুড়া ৩৬৫
জলপাইগুড়ি ২১৬
উত্তর দিনাজপুর ২২১
দক্ষিণ দিনাজপুর ২০২
ঝাড়গ্রাম ২০১
কোচবিহার ১২৪
আলিপুরদুয়ার ১১২
কালিম্পং ৮০
- More Stories On :
- Corona
- Covid-19
- West Bengal
- District
- Bulletin