হুগলির হিন্দমোটর দোবাই পুকুরে প্রাক্তন সাঁতারু ও পদ্মশ্রীপ্রাপ্ত বুলা চৌধুরীর পৈতৃক বাড়িতে চুরির ঘটনা। দীর্ঘদিন ফাঁকা থাকা বাড়ি থেকে সোনা, রুপো, ব্রোঞ্জের শতাধিক মেডেল, পদ্মশ্রী ও রাষ্ট্রপতি পুরস্কারের রেপ্লিকা, বিদেশি পদক ও দামি সামগ্রী খোয়া যায়। ঘটনাস্থলে উত্তরপাড়া থানার পুলিশ ও চন্দননগর কমিশনারেটের আধিকারিকরা তদন্তে নেমেছেন। উল্লেখ্য, ২০১৪ সালে একই বাড়িতে দু’বার চুরি হলেও আজও তার কিনারা হয়নি।
ঘটনার পর পদ্মশ্রী পুরস্কার জয়ী বিখ্যাত সাঁতারু বলেন, "আমি মানসিক ভাবে খুব বিপর্যস্ত। মাননীয় মুখ্যমন্ত্রী যখন কেন্দ্রীয় ক্রীড়া দফতরের মন্ত্রী ছিলেন তখন আমি বিদেশে সাঁতার প্রতিযোগিতায় যাওয়ার সময় উনি আমায় বলেছিলেন বুলা দেশের জন্য সোনা আনবে, আমি ৬ টি সোনার মেডেল এনে ওনার কথা রেখেছিলাম। এখন উনি মুখ্যমন্ত্রী। এবার আমার আবেদন তাঁর কাছে, দয়া করে প্রশাসনকে জোর দিন যাতে আমার সমস্ত মেডেল গুলো উদ্ধার হয়"। বুলার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুনঃ দীঘায় জনজোয়ার! জানেন তো জগন্নাথ মন্দিরের বাড়তি আকর্ষণ সম্পর্কে?
আরও পড়ুনঃ অল্প দিনেই কর্মক্ষেত্রে তাকলাগানো উন্নতি! অফিসের কাজের জায়গায় রাখুন এই গাছ
- More Stories On :
- বুলা চৌধুরী চুরি
- Bula Chowdhury medals theft
- পদ্মশ্রী পদক চুরি
- Padma Shri medal stolen
- হুগলি হিন্দমোটর চুরি
- Hooghly Hindmotor burglary
- জাতীয় পুরস্কার প্রাপ্ত সাঁতারু
- National award-winning swimmer
- সোনা রুপো ব্রোঞ্জ মেডেল চুরি
- Gold silver bronze medals stolen
- বুলা চৌধুরীর পৈতৃক বাড়ি
- Ancestral house theft
- উত্তরপাড়া থানা তদন্ত
- Uttarpara police investigation