রবিবার রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের ৫৭তম জন্মদিন। আর তাঁর জন্মদিনে এবারের সেরা উপহার সকাল সকাল পেয়ে গিয়েছেন দিলীপ। তাও আবার স্বয়ং প্রধানমন্ত্রীর কাছ থেকে। এদিন সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলা হরফে জন্মদিনের শুভেচ্ছাবার্তা টুইট করেন দিলীপ ঘোষকে। আর এই শুভেচ্ছাবার্তা পেয়ে আপ্লুত দিলীপ। জন্মদিন উপলক্ষে রাজ্য সভাপতিকে পাঠানো মোদির চিঠিতে লেখা, 'আপনার জন্মদিনে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। অতীতের স্মৃতি পুনরায় স্মরণে রাখার জন্য জন্মদিন একটি বিশেষ উপলক্ষ্য। আপানার দীর্ঘ ও স্বাস্থ্যকর আয়ু কামনা করি। আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ সফল হোক।'
জন্মদিনে মাননীয় প্রধানমন্ত্রীর @narendramodi আশীর্বাদ | pic.twitter.com/nv3AxPM0m8
— Dilip Ghosh (@DilipGhoshBJP) August 1, 2021
সকাল সাড়ে ন’টা নাগাদ মোদির পাঠানো চিঠিটি টুইট করেন দিলীপ ঘোষ। লেখেন, 'জন্মদিনে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশীর্বাদ।' শুধু মোদি নন, জন্মদিনে কার্যত শুভেচ্ছা বার্তায় ভেসে গিয়েছেন বিজেপি নেতা। কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে রাজ্যের কার্যকর্তা, প্রায় সকলেই দলের গুরুত্বপূর্ণ এই নেতার জন্মদিনে দীর্ঘায়ু কামনা করেছেন। অনেকেই টুইটারে শুভেচ্ছা জানিয়েছে।
- More Stories On :
- Modi
- Birthday greetings
- Dilip Ghosh