‘পাহাড়ের রাজনীতিতে বিমল গুরং-রোশন গিরিরা আমাদের কাছে কোন থ্রেট নয়, বরং আমরাই এখন বিমল গুরুং-রোশন গিরিদের কাছে থ্রেট।‘ সো্মবার এমনই দাবি করলেন গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিনয় তামাং। তিনি বিমল গুরুংয়ের বিরুদ্ধে অভিযোগ করে বলেন , ‘বিমল গুরুং সাবজেক্টও নয়, অবজেক্টও নয়। বিমল গুরং একজন পলাতক নেতা এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়।
আরও পড়ুন ঃ নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুন , এসপি , ডিএমদের বার্তা ধনকড়ের
আইনকে সম্মান জানিয়ে, বিমল গুরুং এবং রোশন গিরির সঙ্গে আমরা কোনও রাজনৈতিক এবং প্রশাসনিক প্ল্যাটফর্ম শেয়ার করব না।‘ এখনও পর্যন্ত বিমল গুরুং-দের সমর্থনে মুখ্যমন্ত্রী কোনও বক্তব্য দেননি বলেও এদিন দাবি করেন বিনয় তামাং। এছাড়াও যে বিমল গুরুং ১৫০-এর বেশি মামলায় অভিযুক্ত হয়েও এতদিন বিজেপির সঙ্গে ছিলেন, তার বিরুদ্ধে এতদিন বিজেপি কেন কিছু বলেননি, সে নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
- More Stories On :
- Binoy Tamang
- Gorkha Janamukti Morcha
- Bimal Gurung
- GTA