হেপাজতে নেওয়া অপরাধীকে জিজ্ঞাসাবাদ চালিয়ে এবার পুলিশ পাকড়াও করলো সড়ক পথে দাঁড়িয়ে থাকা লরির ব্যাটারি চুরি চক্রের এক চাঁইকে। ধৃতের নাম বাবলু শেখ। তার বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানার তেঁতুলিয়া ভোগালবাড়ি এলাকায়। পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ শনিবার রাতে স্বরুপনগর থানার সাহায্য নিয়ে বাবলু শেখকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে। একই অভিযোগে গ্রেপ্তার হওয়া মেমারি থানার পুলিশের হেপাজতে থাকা মণিরুল গাজি ও বাবলু শেখকে সঙ্গে পুলিশ রবিবার সকালে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার খাসপুর এলাকার একটি পরিত্যক্ত গ্যারেজে হানা দেয়। সেখান থেকে উদ্ধার হয় চোরাই ১৮টি ব্যাটারি। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে মণিরুল ও তার দলবল রাজ্যের বিভিন্ন জায়গা থেকে লরির ব্যাটারি চুরিতে জড়িত।
আরও পড়ুনঃ বাংলাদেশী অনুপ্রবেশকারী যুবক গ্রেফতার ভাতারে, তদন্তে পুলিশ
পুলিশ জানিয়েছে, মেমারি থানার বিষ্ণুপুরে বাড়ি আশুতোষ বিশ্বাসের। তাঁর ৩টি লরি আছে। তিনি বাড়ির কাছের গোডাউনের সামনেই লরিগুলি দাড় করিয়ে রাখেন। দিনকয়েক আগে রাতে সেখানে দাঁড়িয়ে থাকা তাঁর লরি থেকে ব্যাটারি খোলার শব্দ পেয়ে আশুতোষ বাবু ঘর থেকে বেরিয়ে একটি গাড়িকে পালাতে দেখেন। আশুতোষবাবু এই বিষয়ে মেমারি থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ পালশিটের একটি ধাবার কাছ থেকে ওই গাড়িটিকে ধরে। গাড়িতে থাকা মণিরুল গাজিকে গ্রেপ্তার নিজেদের হেপাজতে নিয়ে জাজ্ঞাসাবাদ করে পুলিশ চক্রের অপর চাঁই বাবলু শেখের হদিশ পায়।
আরও পড়ুনঃ প্রতিবেশীর গোটা কান কামড়ে ছিঁড়ে নিল নেশা আশক্ত যুবক, চাঞ্চল্য গুসকরায়
ধৃতকে এদিন বর্ধমান আদালতে পেশ করা হয়।আরও ব্যাটারি উদ্ধার এবং চক্রের বাকিদের হদিশ পেতে তদন্তকারী অফিসার ধৃত বাবলুকে ৭ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় । ভারপ্রাপ্ত সিজেএম ধৃতের ৩ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে।
- More Stories On :
- Arrest
- North 24 Parganas
- Lorry Battery
- Theft