এবার মাত্রাতিরিক্ত গরমে সারা দেশজুড়ে রেকর্ড করল। এপ্রিলে তাপপ্রবাহ চলেছে দেশের নানা প্রান্তে। জনজীবনে গরমের প্রভাব পড়েছে। এরাজ্যে তো গরম-আতঙ্কে স্কুলে ছুটি ঘোষণা করে দেওয়া হল। যদিও এপ্রিল পার হতেই বাংলায় স্বস্তি এনেছে ঝড়-বৃষ্টি। এদিকে ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি)-এর তথ্য অনুযায়ী ১২২ বছরের মধ্যে তৃতীয় উষ্ণতম মাসের তকমা পেয়েছে এপ্রিল। ১২২ বছরের মধ্যে উষ্ণতম মাস হিসাবে প্রথমে মার্চ-কে চিহ্নিত করেছিল আইএমডি। সেই রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে এপ্রিল।
এপ্রিলের গরম সাধারণ মানুষকে একেবারে নাজেহাল করে দিয়েছিল। মাত্রাতিরিক্ত তাপমাত্রা, তাপপ্রবাহে এগিয়ে গিয়েছে এপ্রিল মাস। বেশ কয়েকটি রাজ্যে তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রির ওপর। রাজস্থান, পূর্ব উত্তরপ্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের বিদর্ভে তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল, জানিয়েছে হাওয়া অফিস। এই তাপমাত্রা ১৯০১ সালের পর এই নিয়ে তৃতীয়বার উপলব্ধি করা গিয়েছে।
চলতি বছরের এপ্রিলে সারা দেশে রেকর্ড করা মাসিক গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। অতীতের রেকর্ড অনুযায়ী ২০১০ সালে এপ্রিলে মাসিক গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪২ ডিগ্রি সেলসিয়াস এবং ২০১৬ সালে ৩৫.৩২ ডিগ্রি সেলসিয়াস। দেখা গিয়েছে অনেক ক্ষেত্রে গত মাসে রাতেও তাপমাত্রা কমেনি। আইএমডি ডানিয়েছে, অবশেষে তাপপ্রবাহের আর তেমন কোনও সম্ভাবনা নেই।
ইতিমধ্যে বাংলায় কালবৈশাখীর দেখা মিলেছে। তাপমাত্রা অনেকটা নেমে গিয়েছে। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়-বৃ্ষ্টি চলবে। উত্তরবঙ্গেও বৃষ্টি চলছে। শনিবার থেকে বৃষ্টিপাতের পরিমান কমতে পারে। মোটের ওপর প্রখর দাবদাহ থেকে মুক্তি পেয়েছে বাংলা। স্বস্তি পেয়েছে সাধারণ মানুষ।
আরও পড়ুনঃ নয়া কমিটি গঠনেও অস্বস্তি ত্রিপুরা তৃণমূলে, পৃথক বৈঠক কোর কমিটির সদস্যর