রাজ্যে পরীক্ষা বাড়লেও কমেছে পজিটিভিটি রেট। এদিনও করোনা সংক্রমণ ছিল ১০ হাজারের নীচে। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা সংক্রিমতের সংখ্যা ৯,১৯১, গতকাল ছিল ৯,১৫৪। এদিন রাজ্যে গতকালের থেকে ১০ হাজার বেশি টেস্ট করা হয়েছে। গতকাল পরীক্ষা করা হয়েছিস ৭২,৭৩৮ জনের, এদিন করোনা পরীক্ষা হয়েছে ৮২,৫৬৪ জনের। এদিন পজিটিভিটি রেট ১১.১৩, যা গতকাল ছিল ১২.৫৮ শতাংশ।
পজিটিভি রেট কমলেও ফের এদিন মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৩৭। গত কাল সংখ্যাটা ছিল ৩৫। আক্রান্তের সংখ্যাও দুদিন ধরে ১০ হাজারের নীচে রয়েছে। কিন্তু মৃত্যুর সংখ্যা কমছে না। এদিন হাওড়ায় ৭ ও কলকাতায় ৭ জনের মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগনায় ৬ জনের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। রাজ্যে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০,৩০২। একদিনে রাজ্যে মোট সুস্থ হয়েছে ২০,৩১৩জন। কলকাতায় করোনায় আক্রান্তের সংখ্যা গতকালের থেকে সামান্য বেড়ে হয়েছে ১,৪৮৯, গতকাল ছিল ১,৩৭৫ ও জন উত্তর ২৪পরগনায় ১,৩৬০।
কোন জেলায় কত সংক্রমণ
কলকাতা ১,৪৮৯
উত্তর ২৪ পরগনা ১,৩৬০
দক্ষিণ ২৪ পরগনা ৭৩১
হাওড়া ৩৪১
পশ্চিম বর্ধমান ১৮০
পূর্ব বর্ধমান ৪৬৩
হুগলি ৩৩৩
বীরভূম ৫১৮
নদিয়া ৩৯২
মালদা ৪৫৫
মুর্শিদাবাদ ১৬৬
পশ্চিম মেদিনীপুর ২২১
পূর্ব মেদিনীপুর ১১২
পুরুলিয়া ১৫৮
দার্জিলিং ৮১৫
বাঁকুড়া ১৯৫
জলপাইগুড়ি ৩৩০
উত্তর দিনাজপুর ২০৫
দক্ষিণ দিনাজপুর ২২০
ঝাড়গ্রাম ৮১
কোচবিহার ২২১
আলিপুরদুয়ার ১৩১
কালিম্পং ৭৪
আরও পড়ুনঃ মুম্বইয়ের বহুতলে অগ্নিকাণ্ডে মৃত কমপক্ষে ৭, অসুস্থ অনেকে
আরও পড়ুনঃ জেলাশাসকদের নির্দিষ্ট সময়ে কাজ সেরে ফেলার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী
- More Stories On :
- Corona
- Covid-19
- West Bengal
- District
- Bulletin