আলিপুরদুয়ারের জংশনের সাউথ চেচাখাতা এলাকায় এমন এক মর্মান্তিক ঘটনা ঘটেছে, যা শুনে শিউরে উঠেছে গোটা এলাকা। শুক্রবার দুপুরে হঠাৎই নিখোঁজ হয়ে যায় সাত মাসের এক শিশু। বিছানায় শুয়ে থাকা অবস্থায় কে বা কারা শিশুটিকে তুলে নিয়ে গেল—প্রথমে সেই নিয়েই শুরু হয় তীব্র চাঞ্চল্য।
শিশুর মা প্রথমে পরিবারের সদস্যদের জানান, স্নান সেরে এসে দেখেছেন বিছানায় শিশু নেই। তারপরই তিনি ছুটে গিয়ে শ্বশুরকে বলেন, সন্তানকে খুঁজে পাচ্ছেন না। খবর ছড়িয়ে পড়তেই আশপাশের মানুষ জড়ো হয়ে যায়। পুলিশকে খবর দেওয়া হয়।
আলিপুরদুয়ার থানার পুলিশ দ্রুত পৌঁছে যায় ঘটনাস্থলে। স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালানো হয়। চারপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়, এমনকি রেলস্টেশন ও রাস্তার মোড়েও নজরদারি শুরু হয়। সারাদিন ধরে চলতে থাকে শিশুটিকে খোঁজার চেষ্টা।
কিন্তু ২৪ ঘণ্টা পর পরিস্থিতি একেবারে পাল্টে যায়। পুলিশের কড়া জেরার মুখে শিশুর মা নিজেই মুখ খুলে ফেলেন। নিজের মুখে তিনি স্বীকার করেন—সাত মাসের শিশুটিকে গলা টিপে হত্যা করেছেন এবং পাশের ঝোপে ছুঁড়ে ফেলেছেন।
রাতেই সেই ঝোপ থেকে উদ্ধার হয় ছোট্ট শিশুর নিথর দেহ। ঘটনাটি প্রকাশ্যে আসতেই স্তব্ধ আলিপুরদুয়ার। প্রতিবেশীদের মুখে একটাই প্রশ্ন—একজন মা এমন ভয়ঙ্কর কাজ কীভাবে করতে পারেন?
প্রথমে শিশুর বাবা জয়দীপ ঘোষ জানিয়েছিলেন, “আমি বাবাকে খেতে দিই, আমার স্ত্রী তখন স্নান করতে যায়। তারপরই ও এসে বলে, বাচ্চাকে খুঁজে পাচ্ছে না।” কিন্তু সেই অভিযোগের আসল রূপ প্রকাশ্যে আসতেই এলাকাজুড়ে নেমে আসে শোক ও ক্ষোভ।
এখনও পর্যন্ত পুলিশের কাছে স্পষ্ট নয়, কেন এমন করলেন ওই মা। প্রতিবেশীরা বলছেন, হয়তো মানসিক ভারসাম্য হারিয়েছিলেন তিনি। অন্যদিকে, পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, মানসিক অবস্থার রিপোর্টও সংগ্রহ করা হবে। ঘটনার পর থেকে এলাকা জুড়ে অস্বস্তির বাতাবরণ। কেউ বিশ্বাসই করতে পারছেন না—যে মায়ের কোলেই ছিল সন্তানের আশ্রয়, সেই মায়ের হাতেই এল তার মৃত্যু।
- More Stories On :
- Alipurduar
- Murder

