ডিটোনেটর-সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বীরভূমের মহম্মদবাজার থানার পুলিশ। বীরভূমের জাতীয় সড়কের উপর টহলদারির সময়ই এই বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়। মহম্মদবাজার থানার জয়পুর এলাকায় একটি ছোট মারুতি গাড়ির ভিতর তল্লাশি চালিয়ে ৩৯ হাজার ডিটোনেটর উদ্ধার করা হয়। প্রায় সঙ্গে সঙ্গেই ওই গাড়ির চালককে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম আশিস কেওড়া। জানা গিয়েছে, সে গির্জাপাড়ারই বাসিন্দা।তদন্তকারীরা জানিয়েছেন, রানিগঞ্জ থেকে ওই প্রচুর পরিমাণ বিস্ফোরক রামপুরহাটে নিয়ে আসা হচ্ছিল। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
- More Stories On :
- Detonator
- 1 arrested