Independence Day 2025: আগামীকাল গোটা দেশজুড়ে উদযাপিত হবে ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস। স্বাধীনতার এই দিনটি শুধু ভারতীয়দের জন্যই নয়, আরও চারটি দেশের কাছেও সমান তাৎপর্যপূর্ণ। ১৯৪৭ সালের ১৫ আগস্ট দীর্ঘ ২০০ বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে ভারত স্বাধীনতা লাভ করে। দিল্লির লাল কেল্লায় পণ্ডিত জওহরলাল নেহেরু প্রথমবারের মতো জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন এবং ঐতিহাসিক ভাষণ দেন। এই দিনটি শুধু স্বাধীনতার প্রতীক নয়, বরং দেশের অসংখ্য স্বাধীনতা সংগ্রামীর আত্মত্যাগ ও সাহসিকতার স্মারক।
ভারতের স্বাধীনতার গল্প
১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারতের জন্য এক নতুন যুগের সূচনা হয়েছিল। ব্রিটিশ দাসত্ব থেকে মুক্তি পেয়ে ভারত গণতন্ত্র, সাম্য ও ভ্রাতৃত্বের পথে যাত্রা শুরু করে। এই দিনে দেশজুড়ে কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশাত্মবোধক গান ও পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতার উৎসব পালন করা হয়।
১৫ আগস্ট যেসব দেশ স্বাধীনতা দিবস পালন করে
১. বাহরিন
মধ্যপ্রাচ্যের প্রাচীন দিলমুন সভ্যতার দেশ বাহরিন ১৯৭১ সালের ১৫ আগস্ট ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা লাভ করে। জাতিসংঘের হস্তক্ষেপে তাদের উপনিবেশ শাসনের অবসান ঘটে। যদিও বাহরিনে জাতীয় দিবস ১৬ ডিসেম্বর পালন হয়, ১৫ আগস্ট দিনটিও তাদের জন্য ঐতিহাসিক।
২. গণপ্রজাতন্ত্রী কঙ্গো
মধ্য আফ্রিকার কঙ্গো প্রজাতন্ত্র ১৯৬০ সালের ১৫ আগস্ট ফরাসি শাসন থেকে মুক্তি পায়। একসময় ‘ফ্রেঞ্চ কঙ্গো’ নামে পরিচিত দেশটি ১৯০৩ সালে ‘মধ্য কঙ্গো’ নামে পরিচিত হয় এবং ১৯৬০ সালে স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়।
৩. উত্তর ও দক্ষিণ কোরিয়া
উত্তর ও দক্ষিণ কোরিয়া উভয় দেশেই ১৫ আগস্ট পালন হয় জাপান বিজয় দিবস হিসেবে। ১৯৪৫ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান মার্কিন ও সোভিয়েত বাহিনীর কাছে আত্মসমর্পণ করায় কোরিয়ায় জাপানি দখলের অবসান ঘটে। পরে তিন বছরের মধ্যে দুটি আলাদা দেশ হিসেবে উত্তর ও দক্ষিণ কোরিয়ার জন্ম হয়।
৪. লিচেনস্টাইন
ইউরোপের ক্ষুদ্র দেশ লিচেনস্টাইন ১৮৬৬ সালে জার্মানদের হাত থেকে স্বাধীনতা পায়। ১৯৪০ সাল থেকে ১৫ আগস্টকে জাতীয় দিবস ঘোষণা করা হয়। মজার বিষয়, ১৬ আগস্ট দেশটির রাজকুমার দ্বিতীয় ফ্রাঞ্জ-জোসেফের জন্মদিন।
দেশপ্রেমে রঙিন হবে ১৫ আগস্ট
আগামীকাল দেশের স্কুল, কলেজ, সরকারি অফিস ও রাজপথে দেখা যাবে দেশপ্রেমের রঙ। ভারতের সঙ্গে সঙ্গে আরও চারটি দেশের জন্যও দিনটি হবে স্বাধীনতার আনন্দে ভরা এক ঐতিহাসিক মুহূর্ত।
আরও পড়ুনঃ লাল কেল্লা থেকে তেরঙ্গা উত্তোলন করেননি দেশের এই ২ প্রধানমন্ত্রী, কারণ জানলে চমকে যাবেন