২০১৯ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। একদিনের ক্রিকেট ও টি২০ ক্রিকেট খেলে চলেছিলেন। ২২ গজে আর বল হতে দাপাতে দেখা যাবে না ডেল স্টেনকে। এবার সব ধরণের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন দক্ষিণ আফ্রিকার এই জোরে বোলার। মঙ্গলবার এক প্রেস বিবৃতিতে নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ডেল স্টেন।
দীর্ঘদিন ধরেই দক্ষিণ আফ্রিকার একদিনের ও টি২০ দলে নিয়মিত সুযোগ পাচ্ছিলেন না ডেল স্টেন। মানসিকভাবে হতাশায় ভুগছিলেন এই বর্ষীয়ান জোরে বোলার। আইপিএলেও নিজেকে মেলে ধরতে পারছিলেন না। প্রথম একাদশে সুযোগ পাচ্ছিলেন না। হয়তো সেই কারণেই পাকাপাকিভাবে ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন। গতবছর ডিসেম্বর থেকেই অবসরের সিদ্ধান্ত নেওয়ার জন্য মানসিকভাবে তৈরি হচ্ছিলেন ডেল স্টেন। অবশেষে সব ধরণের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন।
প্রেস বিবৃতিতে তিনি লিখেছেন, ‘যে খেলাকে সবথেকে বেশি ভালবাসি, তাকেই বিদায় জানাচ্ছি। ক্রিকেটের কাছে আমি কৃতজ্ঞ। পরিবার, সতীর্থ, সাংবাদিক ও ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি, যারা সবসময় আমার পাশে ছিল।’ ক্রিকেটকে বিদায় জানানোর সময় আবেগতাড়িত হয়ে পড়েছেন ডেল স্টেন। প্রেস বিবৃতিতে তিনি লিখেছেন, ‘জাতীয় দলের হয়ে ম্যাচ খেলা, অনুশীলন করা, সতীর্থদের সঙ্গে খুনসুটি, ভীষণভাবে মনে পড়ছে। গত ডিসেম্বর থেকেই এই সিদ্ধান্ত নেওয়ার জন্য মানসিকভাবে তৈরি হচ্ছিলাম। এই চরম মুহুর্তের জন্য নিজের মনকে বোঝানো খুবই কঠিন কাজ ছিল। অবশেষে নিজেকে বোঝাতে সক্ষম হয়েছি, এটাই সরে দাঁড়ানোর সেরা সময়।’
২০১৯–তে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। তারপর জাতীয় দলের হয়ে বেশকিছু টি২০ ও একদিনের ম্যাচ খেলেন। দেশের হয়ে ৯৩টি টেস্ট খেলেছেন। উইকেট নিয়েছেন ৪৩৯টি। ইনিংসে সেরা বোলিং ৭/৫১। একদিনের ও টি২০ ম্যাচ খেলেছেন যথাক্রমে ১২৫ ও ৪৭টি, উইকেট ১৯৬ ও ৬৪টি। ৯৫টি আইপিএল ম্যাচে ৯৭টি উইকেট নিয়েছেন। বিগ ব্যাশ, পকিস্তান সুপার লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও খেলেছেন স্টেন।
- More Stories On :
- Cricket...Dale Steyn