পাকিস্তানের কাছে টি২০ বিশ্বকাপে হারের পাশাপাশি আরও একটা ধাক্কা খেয়েছিল ভারত। ব্যাটিং করার সময় কাঁধে চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। তাঁর চোট নিয়ে আশঙ্কা করা হয়েছিল। ম্যাচের পরপরই স্ক্যান করার জন্য হার্দিককে হাসপাতালে পাঠানো হয়। তাঁর স্ক্যানের রিপোর্ট এসেছে। চোট গুরুতর নয়। আগামী রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে কোনও অসুবিধা নেই হার্দিকের।
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের ১৯ তম ওভারে শাহিন শাহ আফ্রিদির বাউন্সার ব্যাটে লাগাতে পারেননি হার্দিক। বল তাঁর ডান কাঁধে লাগে। কিছুক্ষণ কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে থাকেন। ভারতের ইনিংস শেষে ফিল্ডিংও করতে নামেননি। ব্যাথা অনুভব করায় ঝুঁকি নেয়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। পরে হার্দিককে হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্ক্যান করানোর জন্য। ভারতীয় দলের একটা সূত্র জানিয়েছে, ‘হার্দিকের কাঁধের চোট নিয়ে কোনও সমস্যা নেই। সতর্কতার জন্যই স্ক্যান করানো হয়েছিল। টিম ম্যানেজমেন্ট কোনও ঝুঁকি নিতে চায়নি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারবেন।’
কাঁধে চোট না পেলেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে আদৌও কি প্রথম একাদশে থাকবেন হার্দিক? এই নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। একেই তো বোলিং করতে পারছেন না, তার ওপর পাকিস্তানের বিরুদ্ধে ব্যাটেও কিছু করতে পারেননি। পাকিস্তান ম্যাচে ৭ নম্বরে নেমে ৮ বলে তাঁর সংগ্রহ ১১। সবাই আশা করেছিলেন কোহলি আউট হওয়ার পর ব্যাট হাতে ঝড় তুলবেন হার্দিক। কিন্তু কিছুই হয়নি। অথচ ব্যাটার হার্দিককে নিয়ে অনেক প্রত্যাশা অধিনায়ক কোহলি ও হেড কোচ রবি শাস্ত্রীর। চারিদিক থেকে রব উঠেছে তাঁকে বাদ দেওয়ার। সবকিছু এখন নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের ওপর। হার্দিককে নিয়ে ভারতীয় সমর্থকদের ক্ষোভ দিন দিন বাড়ছে।
বিশ্বকাপ শুরুর আগে থেকেই কোহলি বলে আসছেন, খুব তাড়াতাড়িই বল হাতে হার্দিককে দেখা যাবে। প্রস্তুতি ম্যাচে তো বটেই, পাকিস্তানের বিরুদ্ধেও বল হাতে দেখা যায়নি হার্দিকে। তাঁর জন্যই ৫ বোলার নিয়ে খেলতে হচ্ছে ভারতকে। ফলে মহম্মদ সামি, ভুবনেশ্বর কুমাররা মার খেলে অন্য কারও হাতে বল তুলে দেওয়া যাচ্ছে না। শার্দূল ঠাকুরের ব্যাটের হাত হার্দিকের মতো না হলেও কাজ চালিয়ে দিতে পারেন। তাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার্দিকের জায়গায় শার্দূলকে খেলানোর সম্ভাবনা বাড়ছে।
- More Stories On :
- T20 World Cup
- India
- Hardik Pandya