করোনার জন্য গতবছর বাতিল হয়েছিল প্রো কবাডি লিগ। এবছর অধিকাংশ খেলোয়াড়েরই দর কমে গেছে। তবে চমক দেশের সেরা রেইডার প্রদীপ নারওয়ালের। ১ কোটি ৬৫ লক্ষ টাকা দর উঠল প্রদীপের। পাটনা পাইরেটসকে টেক্কা দিয়ে তাঁকে তুলে নিয়েছে ইউপি যোদ্ধা। প্রো কবাডি লিগে এখনও পর্যন্ত এত টাকা দর ওঠেনি কোনও খেলোয়াড়ের। দর কমে গেছে সিদ্ধার্থ দেশাই, মনু গোয়াতে, রাহুল চৌধুরির। তবে সিদ্ধার্থ দেশাইয়ের দর কোটি টাকার ওপরে রয়েছে।
প্রো কবাডি লিগের অস্টম সিজন শুরু হবে ডিসেম্বরে। নিলামে বিভিন্ন দল নিজেদের গুছিয়ে নিয়েছে। আগের বছরের তুলনায় বেঙ্গল ওয়ারিয়র্স অনেকটাই শক্তিশালী হয়েছে। তবে সব থেকে অবাক কান্ড, বেঙ্গল ওয়ারিয়র্সে বাঙালি খেলোয়াড় নেই। বাংলার কবাডর সত্যিই কী দুর্দশা। নিলামের আগে রেইডার মনিন্দর সিং, রবীন্দ্র রমেশ কুমাওয়াত, অলরাউন্ডার মহম্মদ ইসমাইল নবিবক্ষ ও ডিফেন্ডার রিঙ্কু নারওয়ালকে ধরে রেখেছিল গতবারের চ্যাম্পিয়ন বেঙ্গল ওয়ারিয়র্স। নিলাম থেকে সবচেয়ে বেশি দামে এবছর কিনেছে ইরানের ডিফেন্ডার আবোজার মোহাজের মিঘানি। তাঁর দর উঠেছে ৩০.৫০ লক্ষ টাকা। এছাড়া ৩০ লক্ষ টাকায় রেইডার সুকেশ হেগড়েকে নিয়েছে বেঙ্গল ওয়ারিয়র্স। রেইডার সুমিত সিং ও ঋশঙ্ক দেবদিগার দর উঠেছে ২০ লক্ষ টাকা। ১৭.৫০ লক্ষ টাকায় নেওয়া হয়েছে ডিফেন্ডার সচিন ভিত্তালা ও রেইডার আকাশ পিকালমুন্ডেকে। এছাড়া ১০ লক্ষ টাকায় অলরাউন্ডার মনোজ গৌড়া কে, ডিফেন্ডার ভিজিন থঙ্গদুরাই, প্রবীণ, রোহিত বান্নে ও দর্শন জে–কে নিয়েছে বেঙ্গল ওয়ারিয়র্স। ৬ লক্ষ টাকায় নিলামে তুলেছে অলরাউন্ডার রোহিতকে।
এবারের নিলামে সবচেয়ে বেশি দর উঠেছে প্রদীপ নারওয়ালের। তিনি পাটনা পাইরেটসে ছিলেন। সেখান থেকে ইউপি যোদ্ধা তাঁকে তুলে নিয়েছে। এবছর তাঁর দর উঠেছে ১.৬৫ কোটি টাকা। প্রো কবাডি লিগের ইতিহাসে নিলামে এত বেশি দর কারও ওঠেনি। সিজন সিক্সে হরিয়ানা স্টিলার্সের মোনু গোয়াতের দর উঠেছিল ১.৫১ কোটি টাকা। সিজন সেভেনে তেলুগু টাইটান্সে সিদ্ধার্থ দেশাইয়ের দর ছিল ১.৪৫ কোটি টাকা। এবছর এফবিএম কার্ডের মাধ্যমে তাঁকে ১.৩০ কোটি টাকাতে ধরে রেখেছে তেলুগু টাইটান্স। সিদ্ধার্থ ও প্রদীপ ছাড়া এবার কারও দরই কোটির গণ্ডি টপকায়নি।
সিজন সিক্সে রাহুল চৌধুরীকে তেলুগু টাইটান্স নিয়েছিল ১.২৯ কোটি টাকায়। রাহুল এবার খেলবেন পুনেরি পাল্টানের হয়ে। সিজন সেভেনে নীতীন তোমরের দর উঠেছিল ১.২০ কোটি টাকা, তাঁকে নিয়েছিল পুনেরি পাল্টান। সিজন সিক্সে জয়পুর পিঙ্ক প্যান্থার্সের দীপক হুডা পেয়েছিলেন ১.১৫ কোটি। সিজন সিক্সে নীতীন তোমর পুনেরি পাল্টানে পেয়েছিলেন ১.১৫ কোটি টাকা। ইউপি যোদ্ধায় ঋশঙ্ক দেবদিগা পেয়েছিলেন ১.১১ কোটি টাকা। সিজন সিক্সেই ইউ মুম্বার ফাজেল আত্রাচালির দর উঠেছিল ১ কোটি টাকা। অর্জুন দেশওয়ালকে ৯৬ লক্ষ টাকায় তাঁকে নিয়েছে জয়পুর পিঙ্ক প্যান্থার্স। অর্জুন আগেরবার ইউ মুম্বায় ছিলেন। চলতি মরশুমে তিনিই জয়পুরের সবচেয়ে দামি খেলোয়াড়। ৯২ লক্ষ টাকায় পুনেরি পাল্টান থেকে রেইজার মনজিৎকে তুলে নিয়েছে তামিল থালাইভাস। রোহিত গুলিয়ার এবার হরিয়ানা স্টিলার্সে গেলেন ৮৩ লক্ষ টাকায়। এবারের নিলামে বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি দাম উঠেছে মহম্মদরেজা চিয়ানেহের। ইরানের এই অলরাউন্ডারকে ৩১ লক্ষ টাকার বিনিময়ে দলে নিয়েছে পাটনা পাইরেটস। পাটনা পাইরেটস দুটি এফবিএম কার্ড দেখিয়ে ধরে রেখেছে কোরিয়ার কুন লিকে। তিনি পাচ্ছেন ২০.৫ লক্ষ টাকা।
- More Stories On :
- Pro Kabadi
- Bengal Warriors