ভারত ও নিউজিল্যান্ডের যে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হচ্ছে। ভারত ম্যাচের বেশ কয়েকদিন আগে সাউদাম্পটনে পৌছে গেছিলো। নিউজিল্যান্ড বার্মিংহামে ইংল্যান্ডের সাথে সিরিজ খেলে ফাইনালের মাঠে আসে। দুই দলের প্রথম একাদশ, পিচ ও আবহাওয়া অনেক কিছুই নিয়ে জনমানষে কৌতুহলের শেষ ছিল না, দিস্তার পর দিস্তা সেসব নিয়ে লেখা চলেছে। হটাৎ করেই সেই আলোচনা তে "ডিউক" বলের নাম চলে আসে। আইসিসি অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল "ডিউক" বলে খেলা হবে। আমরা এর আগে এসজি ও কোকাবুরা বলের নাম জেনেছি।
ক্রিকেট বিশ্বে সাধারণত তিন ধরনের বলে প্রথমশ্রেণী ও আন্তঃর্জাতীক খেলাগুলি হয়। যথাক্রমে এসজি, কোকাবুরা ও ডিউক।
এসজি বল ভারতে তৈরি হয়। এর ওপরিভাগে ৬টি সেলাই থাকে, পুরোটাই হাতে সেলাই করা হয়। ভারতে রঞ্জিট্রফি সহ প্রথমশ্রেণীর সমস্ত খেলা ও টেস্ট এবং একদিবশীয় ম্যাচ এসজি বলে হয়। বলটি খুব তাড়াতাড়ি নরম হয়ে পড়ে,পালিশ ও খুব শীঘ্র নষ্ট হয়ে যাওয়ার কারনে স্পিন বোলাররা এই বল খুব পছন্দ করে।
কোকাবুরা অস্ট্রেলিয়ায় তৈরি হয়। মাঝের দুটি লাইন হাতে সেলাই করা হয়। বাইরের দিকের দুটি করে চারটি লাইন মেসিনে সেলাই করা হয়ে থাকে। অস্ট্রেলিয়া সহ নিউজিল্যান্ড, দক্ষিণআফ্রিকা, পাকিস্তান, শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ে এই বল ব্যবহার করে। মাঝের দুটি সিম/সেলাই হাতে করার জন্য প্রথম দিকে জোরে বোলারদের বল নিয়ন্ত্রন করতে সমস্যা হয়। এই বল রিভার্স সুইংইয়ের পক্ষে খুব আদর্শ।
ডিউক বল সম্পুর্ণ হতে সেলাই করা। মোট ছটি লাইন সেলাই থাকে, হাতে সেলাইয়ের জন্য সিম-টা বলের উপরিভাগের থেকে একটু উঠে থাকে সেই কারনে প্রথম ওভার থেকেই বল দুই দিকেই (ইন সুইং, আউট সুইং) যথেচ্ছ মুভ করতে থাকে। কিছু ক্ষেত্রে বোলাররা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বলের রং সাধারণত অন্য বলের থেকে গাড় লাল হয়ে থাকে। বলটি তৈরি হয় ইংল্যান্ডে। ইংল্যান্ড ও ওয়েস্টইন্ডিজে এই বলে খেলা হয়ে থাকে।
এখানে উল্লেখ্য আইসিসি টেস্ট চাম্পিয়ান্সিপের ফাইনালে যে বলে খেলা হবে সেই ডিউস ক্রিকেট বলের প্রস্তুতকারী সংস্থা "ব্রিটিশ ক্রিকেট বলস লিমিটেডের" মালিক এক ভারতীয়। এই ভারতীয় ব্যবসায়ীর নাম দিলীপ জাজোদিয়া। তিনি সাম্প্রতিক এক সাক্ষাতকারে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে চূড়ান্ত ফাইনালের যে বলে খেলা হবে সেই বলটি দেখিয়েছিলেন। দেখিয়ে তিনি বলেছিলেন তাঁর এবং তাঁর কোম্পানির জন্য এটা বিশেষ সম্মান। এই সুযোগ দেওয়ার জন্য আই সি সি কে ধন্যবাদ ঞ্জ্যাপন করেছেন।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নির্দেশে বলটিতে একটি বিশেষ লোগো রয়েছে। জাজোদিয়া জানিয়েছিলেন যে দুই দলকেই বেশ কিছু বল সরবরাহ করা হয়েছে ম্যাচের আগে অনুশীলন করার জন্য। মজার ব্যাপার ফাইনালের দুই দলই (ভারত এবং নিউজিল্যান্ড) সাধারণত ডিউক বল ব্যবহার করে না।
তিনি আরও জানিয়েছিলেন যে, ক্রিকেট বল তৈরির সবচেয়ে বড় অসুবিধা হল, এটি কোথাও পরীক্ষা করা যায় না, একেবারে নতুন হস্তান্তর করতে হয়। সুতরাং, কোনও বলের দূর্বলতা কেবলমাত্র ম্যাচের সময়ই জানা যায়।
জয়ন্ত চট্টোপাধ্যায়
- More Stories On :
- ICC
- Duke Ball
- SG Ball
- Kokabura Ball
- Test Championship
- Cricket Ball