এবারের আই পি এলে তিন ম্যাচে বিরাট কোহলির সংগ্রহ ১৪, ১ ও ৩। এখনও পর্যন্ত জ্বলে ওঠার নমুনা নেই। তৃতীয় ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও ব্যর্থ। তাসত্ত্বেও কোহলির ওপর ভরসা করছেন সুনীল গাভাসকার। গাভাসকার মনে করছেন, আই পি এল শেষে কোহলির নামের পাশে ৪০০–৫০০ রান লেখা থাকবে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের পর গাভাসকার বলেন, ‘কোহলি কোন জাতের ক্রিকেটার তা আমরা সবাই জানি। শুরুর দিকে ৩টি ম্যাচে ব্যর্থ হয়েছে। কিন্তু কোহলি এমন জাতের ব্যাটসম্যান প্রতিযোগিতা এগোনোর পাশাপাশি নিজেকে অন্য উচ্চতায় তুলে নিয়ে যাওয়ার ক্ষমতা আছে। আমার বিশ্বাস, প্রতিযোগিতার শেষে ওর নামের পাশে ৪০০–৫০০ রান লেখা থাকবে।’ গাভাসকার আরও বলেন, ‘২০১৬–র আই পি এলে প্রায় ১০০০ রান করেছিল। এর মধ্যে ৪টি সেঞ্চুরি। এই আই পি এলে হয়তো ৯০০ রান করতে পারবে না, তবে ও ৫০০ রান করবে।’
- More Stories On :
- Gavaskar .... Cricket