আই পি এলেব্যাটিং অর্ডারে পরের দিকে নামছেন মহেন্দ্র সিং ধোনি। এই নিয়ে তাঁকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে। ধোনির পাশে দাঁড়ালেন সৌরভ গাঙ্গুলি। তিনি মনে করছেন ছন্দে আসতে সময় লাগবে ধোনির। তাই ব্যাটিং অর্ডারে পরে নামছেন। সৌরভ বলেন, ‘আমি যখন কমেন্ট্রি করতাম ধোনি চূড়ান্ত ফর্মে। তখন বারবার বলেছি ধোনির ৪ নম্বরে ব্যাট করা উচিত। এখন ও আগের ফর্মে নেই। তাছাড়া ১৪ মাস ক্রিকেটের বাইরে। ধোনির ছন্দে ফিরতে সময় লাগবে।’ ধোনির ফেয়ারওয়েল ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ধোনির সঙ্গে কথা বলতে হবে। ধোনির অবশ্যই বিদায়ী ম্যাচ প্রাপ্য।’ এবারের আই পি এল আয়োজন তাঁর কাছে কঠিন চ্যালেঞ্জ ছিল বলে জানিয়েছেন সৌরভ। তিনি বলেন, ‘আই পি এল হবে কিনা নিশ্চিত ছিলাম না। কিন্তু আই পি এল করতেই হত। অন্যরকম চ্যালেঞ্জ ছিল আমাদের কাছে। একটা শহরে ৩০০ জনকে নিয়ে কাজ করা খুব কঠিন। ২ মাস হোটেলের ঘরে বন্দী থাকা ক্রিকেটারদের কাছে সহজ নয়।’ শোনা যাচ্ছে কোভিড ১৯ পরিস্থিতির উন্নতি না হলে সামনের বছর ভারত–ইংল্যান্ড সিরিজ সংযুক্ত আরব আমীরশাহীতে হতে পারে। এই প্রসঙ্গে সৌরভ বলেন, ‘এখনও কিছু চূড়ান্ত হয়নি। চেষ্টা করছি দেশের মাটিতেই ইংল্যান্ড সিরিজ আয়োজন করার।’ তবে ঘরোয়া ক্রিকেট আয়োজন করা নিয়ে নিশ্চয়তা দিতে পারেননি সৌরভ।
- More Stories On :
- Sourav....Cricket