ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদে আসীন বাংলার সৌরভ গাঙ্গুলি। সেই রাজ্য সংস্থা কি আর বঞ্চিত থাকতে পারে? এই মরশুমে রনজি ট্রফির সব নক আউট ম্যাচ কলকাতায় আয়োজন করার সিদ্ধান্ত নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড। অভিমন্যু ঈশ্বরণদের সামনে ঘরের মাঠে রনজি নক আউটে খেলার সুযোগ। কারণ, এবছর রনজিতে অপেক্ষাকৃত সহজ গ্রুপে রয়েছে বাংলা। গ্রুপ অফ ডেথে দিল্লি, মুম্বই, কর্ণাটক।
করোনা ভাইরাসের আবহেই ক্রিকেট মরশুম শুরু করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেপ্টেম্বরের শুরু থেকেই মাঠ তৈরি রাখার ব্যাপারে সব রাজ্য সংস্থাকে নির্দেশ পাঠিয়েছে। দিল্লিতে সৈয়দ মুস্তাক আলি টি২০ প্রতিযোগিতার নক আউট পর্বের খেলা হবে। আর রনজির জন্য বেছে নেওয়া হয়েছে কলকাতাকে।নক আউট পর্ব শুরু হবে ২০ ফেব্রুয়ারি থেকে। ফাইনাল শুরু হবে ১৬ মার্চ। ইডেন ছাড়াও যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠ, কল্যানীতে ম্যাচ আয়োজন করা হতে পারে। রনজির গ্রুপ বিন্যাসও হয়ে গেছে।
সৈয়দ মুস্তাক আলি টি২০ ট্রফি, বিজয় হাজারে ট্রফি ও রনজি ট্রফিতে ৩০টি দলকে পাঁচটি এলিট গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটা গ্রুপে ৬টি করে দল রয়েছে। প্লেট গ্রুপে খেলবে আটটি দল। ৫টি এলিট গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। এলিট গ্রুপের রানার্স ও প্লেট গ্রুপের চ্যাম্পিয়ন দল প্রি–কোয়ার্টার ফাইনাল খেলবে। সেখান থেকে আরও ৩টি দল কোয়ার্টার ফাইনালে উঠবে।
এলিট গ্রুপ ‘এ’–তে রয়েছে : গুজরাত, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, সার্ভিসেস, অসম। ‘বি’ গ্রুপে রয়েছে : বাংলা, বিদর্ভ, হরিয়ানা, কেরল, ত্রিপুরা, রাজস্থান। ‘সি’ গ্রুপে রয়েছে: দিল্লি, কর্ণাটক, মুম্বই, হায়দরাবাদ, মহারাষ্ট্র্র, উত্তরাখণ্ড। ‘ডি’ গ্রুপে রয়েছে : তামিলনাড়ু, রেলওয়েজ, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, গোয়া, সৌরাষ্ট্র। ‘ই’ গ্রুপে রয়েছে : অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, বরোদা, ওড়িশা, ছত্তিশগড়, পন্ডিচেরি। প্লেট গ্রুপে রয়েছে : চণ্ডীগড়, মেঘালয়, নাগাল্যান্ড, বিহার, মণিপুর, মিজোরাম, সিকিম, অরুণাচলপ্রদেশ।
মহিলা অনূর্ধ্ব ১৯ প্রতিযোগিতা দিয়ে শুরু হবে দেশের নতুন ঘরোয়া ক্রিকেট মরসুম। আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা সৈয়দ মুস্তাক আলি ট্রফি। ২০২২ সালের ৫ জানুয়ারি থেকে শুরু হবে রনজি ট্রফি। করোনা ভাইরাসের জন্য বেশকিছু নিয়ম মেনে চলতে হবে রাজ্য ক্রিকেট সংস্থা ও বিভিন্ন দলগুলিকে। প্রতি দলে সর্বোচ্চ ৩০ ও সর্বনিম্ন ২০ জন ক্রিকেটার রাখা যাবে। দলের সাপোর্ট স্টাফের সংখ্যা ১০ কিংবা তার নিচে রাখার কথা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। করোনার জন্য একজন ফিজিশিয়ান রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
- More Stories On :
- Cricket...India..Ranji..Eden