ট্রেন্ট ব্রিজ বরাবরই পয়া মাঠ ভারতের কাছে। ২০১৮ সিরিজে একমাত্র জয় এসেছিল এই ট্রেন্ট ব্রিজ টেস্টে। দুর্দান্ত ব্যাটিং করে দলকে জয় এনে দিয়েছিলেন বিরাট কোহলি। এবার ভারত অধিনায়ক রান পাননি। কিন্তু জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল ভারত। বৃষ্টির জন্য অবশ্য জয় আসেনি। প্রথম টেস্টে রান না পাওয়ায় হতাশ কোহলি। দ্বিতীয় টেস্টে রানে ফিরতে মরিয়া ভারত অধিনায়ক।
লন্ডনে পৌঁছে অনুশীলনে নেমে পড়েছে ভারত। বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে মঙ্গলবার নেটে দীর্ঘক্ষণ টেনিস বলে অনুশীলন করেন কোহলি। বাউন্সার সামলাতে গিয়ে একবার উইকেটের ওপর পড়েও যান। তাঁর মতো দলও অধিনায়কের রানে ফেরার দিকে তাকিয়ে। ট্রেন্ট ব্রিজ টেস্টে লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজারা রান পেলেও মিডল অর্ডার একেবারে ব্যর্থ। এটাই ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। তবে টিম ম্যানেজমেন্টকে স্বস্তি দিচ্ছে টেল এন্ডারদের ব্যাটিং।
এদিকে, দ্বিতীয় টেস্টেও দলে জায়গা হচ্ছে না মায়াঙ্ক আগরওয়ালের। টেন্ট ব্রিজ টেস্টে রোহিত শর্মার সঙ্গে মায়াঙ্ক আগরওয়াল ওপেন করবেন, এটাই ঠিক করেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু মায়াঙ্কের চোটই বদলে দেয় পরিস্থিতি। রোহিতের সঙ্গী হন লোকেশ রাহুল। সুইং ও সিমিং পরিবেশে দারুণ দক্ষতার পরিচয় দিয়েছিলেন এই ভারতীয় ওপেনার। লোকেশ রাহুল সফল হওয়ায় আপাতত ওপেনার নিয়ে সমস্যা মিটেছে ভারতীয় দলের। মায়াঙ্ক সুস্থ হয়ে ফিরলেও লর্ডসে ওপেনিংয়ে তাঁর জায়গা হবে না। সপ্তাহ দুয়েক আগেও লোকেশ রাহুলের প্রথম একাদশে জায়গা পাওয়া ছিল অনিশ্চয়তায় ভরা। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে ভাবেননি প্রথম একাদশে জায়গা পাবেন। একটা ইনিংসই বদলে দিয়েছে পরিস্থিতি। এর আগে ২০১৮–র ইংল্যান্ড সফরে নিজেকে একেবারেই মেলে ধরতে পারেননি রাহুল। এবার অন্য ছন্দে।
এদিকে, টপ অর্ডার নিয়ে চিন্তিত ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। ররি বার্নস, জ্যাক ক্রাউলে, ডম সিবলেরা দুই ইনিংসেই ৩০ রানের গন্ডি পার করতে পারেননি। তাই টপ অর্ডার নিয়ে নতুন করে ভাবছে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। হাসিব হামিদকে লর্ডসে খেলানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য অলরাউন্ডার মঈন আলিকে দলে নিয়েছে ইংল্যান্ড। ফেব্রুয়ারিতে দেশের হয়ে শেষবার টেস্ট খেলেছিলেন মঈন। ভারতের বিরুদ্ধে চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টে ৮ উইকেট নিয়েছিলেন। অলরাউন্ডার বেন স্টোকস না থাকায় মঈনকে দলে নেওয়া হয়েছে।
- More Stories On :
- Cricket...India...Kohli