নাসরীন সুলতানা
নিউজিল্যান্ডের কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে জোর ধাক্কা খেয়েছে ভারত। ব্যাটসম্যানদের নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। এবার প্রশ্ন উঠছে বোলারদের ভুমিকা নিয়েও। ফাইনালে ইশান্ত শর্মার পারফরমেন্সে খুশি হতে পারেনি টিম ম্যানেজমেন্ট। ইংল্যান্ডের সুইংয়ের পরিবেশে মহম্মদ সিরাজের মতো বোলার দলে থাকা সত্ত্বেও কেন ইশান্তকে খেলানো হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ইশান্তের পরিবর্তে মহম্মদ সিরাজকে খেলানোর ভাবনা শুরু হয়েছে।
আরও পড়ুনঃ জন্মদিনে বাড়িতে গিয়ে সৌরভকে শুভেচ্ছা মমতার, ‘দিদি’কে ‘দাদা’র দুর্দান্ত উপহার
ফাইনালের প্রথম ইনিংসে ৩ উইকেট তুলে নিয়েছিলেন ইশান্ত শর্মা। কিন্তু দ্বিতীয় ইনিংসে চূড়ান্ত ব্যর্থ। যশপ্রীত বুমরাও নিজেকে মেলে ধরতে পারেননি। একমাত্র মহম্মদ সামি কিছুটা প্রভাব বিস্তার করতে পেরেছিলেন নিউজিল্যান্ডের বোলারদের ওপর। বল দুদিকে সুইংও করাতে পারছিলেন। বাকি জোরে বোলাররা সুইং করাতে ব্যর্থ। সুইংয়ের পরিবেশে ভারতীয় জোরে বোলারদের ব্যর্থতায় প্রাক্তন ক্রিকেটার ও বিশেষজ্ঞরা বিস্মিত। তাঁদের মতে মহম্মদ সিরাজকে খেলাতে হয়তো লাভবান হত ভারতীয় দল।
আরও পড়ুনঃ হুগো বৌমৌসকে তুলে নিয়ে আবার মুম্বইয়ের ঘর ভাঙল এটিকে–মোহনবাগান
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে মহম্মদ সিরাজকে খেলানোর ভাবনাচিন্তা শুরু হয়ে গেছে। ভারতীয় দল যদি দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকেও প্রথম একাদশে খেলায় তাহলেও দলে জায়গা পেতে পারেন মহম্মদ সিরাজ। সেক্ষেত্রে ইশান্ত শর্মা প্রথম একাদশের বাইরে যাবেন। দেশের হয়ে এখনও পর্যন্ত ৫টি টেস্ট খেলার সুযোগ পেয়েছেন সিরাজ। তুলে নিয়েছেন ১৬ উইকেট। অস্ট্রেলিয়ার মাটিতে দেশকে সিরিজ জিততে গুরুত্বপূর্ণ ভুমিকা নিয়েছিলেন। ৩ টেস্টে তুলে নিয়েছিলেন ১৩ উইকেট। ভারতীয়দের মধ্যে তিনিই ছিলেন সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী।
আরও পড়ুনঃ ৫৫ বছরের শাপমুক্তি, এই প্রথম ইউরো কাপের ফাইনালে উঠল ইংল্যান্ড
শুধু বোলিং বিভাগেই নয়, ব্যাটিংয়েও পরিবর্তন হচ্ছে। চোটের জন্য শুভমান গিল ছিটকে গেছেন। তাঁর জায়গায় লোকেশ রাহুল অথবা মায়াঙ্ক আগরওয়াল ওপেন করতে পারেন। চেতেশ্বর পুজারাকেও ব্যাটিং অর্ডার থেকে সরানোর পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে অধিনায়ক বিরাট কোহলি ৩ নম্বরে আসতে পারেন। পুজারার মন্থর ব্যাটিংয়ে খুশি নয় টিম ম্যানেজমেন্ট। তাঁকে প্রথম একাদশের বাইরে রাখলেও অবাক হওয়ার কিছু থাকবে না। হনুমা বিহারীকে সুযোগ দেওয়ার কথা ভাবা হচ্ছে। এদিকে, চোট পাওয়া শুভমান গিলের জায়গায় নতুন কোনও ওপেনার ইংল্যান্ডে পাঠানো হবে কিনা, কিংবা স্ট্যান্ডবাই থাকা অভিমন্যু ইশ্বরণকে দলে নেওয়া হবে কিনা সে ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
- More Stories On :
- Cricket...India