গুরুতর অসুস্থ ফুটবলার মজিদ বাসকর।বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হন তিনি।তাঁকে খুররামশায়ারের স্থানীয় এক হাসপাতালে ভরতি করা হয়েছে।সূত্রে খবর, বুকে ব্যাথা থাকলেও করোনা আক্রান্ত নন মজিদ। প্রাথমিক চিকিৎসার পর আগের তুলনায় এখন অনেকটাই স্থিতিশীল তিনি।গতবছরই ইস্টবেঙ্গলের শতবর্ষ উপলক্ষ্যে কলকাতায় এসেছিলেন।করোনা তাঁকে স্পর্শ করতে না পারলেও বয়সের কারণে নানা সমস্যায় ভুগছেন এই ফুটবলার। মজিদের ভাইপো ফরিদ বাসকর জানাচ্ছেন,বৃহস্পতিবার সকালে হঠাৎবুকে ব্যাথা অনুভব করেন প্রাক্তন ফুটবলার।ঝুঁকি না নিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন মজিদ। তবে এখন তিনি স্থিতিশীল।আজই তাঁর অ্যাঞ্জিওগ্রাফি হওয়ার কথা।
- More Stories On :
- Majid,heart attack