সব জল্পনা–কল্পনার অবসান। বার্সিলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্ক শেষ লিওনেল মেসির। অবশেষে স্পেনের এই ক্লাব ছাড়তে বাধ্য দলেন আর্জেন্টিনার তারকা। মূলত লা লিগার নিয়মের জাঁতাকলে পড়েই বার্সিলোনার সঙ্গে সম্পর্ক শেষ হল মেসির।
ফুটবলারদের স্বার্থরক্ষার কারণে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, তারকা ফুটবলারদের দলে নিতে গিয়ে অন্য ফুটবলারদের বেতনে যেন কোপ না পড়ে। সেই মতোই মেসির সঙ্গে নতুন চুক্তির দিকে এগোচ্ছিল বার্সিলোনা। মেসি নিজেও বেতন অনেক কমিয়েই নতুন চুক্তি স্বাক্ষরে রাজি হয়েছিলেন। বৃহস্পতিবার সেই চুক্তি হওয়ার কথা ছিল। বার্সিলোনার প্রেসিডেন্ট জুয়ান লাপোর্তার সঙ্গে চুক্তির বিষয়ে বৈঠকে বসেছিলেন মেসি ও তাঁর বাবা জর্জ। ৫ বছরের চুক্তি হওয়ার কথা ছিল। ঠিক হয়েছিল, চুক্তিপত্রে এমন শর্ত থাকবে যাতে ২০২৩ সালে ক্লাবকে কোনও ক্ষতিপূরণ না দিয়েই মেসি বেরিয়ে যেতে পারেন। কিন্তু চুক্তির অন্য কয়েকটা শর্ত নিয়ে ঐক্যমত না হওয়ায় বার্সিলোনা ছাড়ার সিদ্ধান্ত নিলেন লিওনেল মেসি।
বার্সিলোনার পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ‘মেসির সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষরের জন্য ক্লাব প্রস্তুত ছিল। কিন্তু স্প্যানিশ লিগের কিছু নিয়মের জেরে আর্থিক ও কাঠামোগত বাধার কারণেই তা সম্ভব হল না। নতুন নিয়মের জন্য মেসিকে বার্সায় ধরে রাখা সম্ভব হচ্ছে না। মেসির বার্সিলোনাতে খেলার ইচ্ছে ছিল। ক্লাবের প্রতি মেসির অবদান অবিস্মরণীয়। ভবিষ্যতের জন্য শুভেচ্ছা রইল।’
করোনার জন্য আর্থিক দিক দিয়ে প্রবল ধাক্কা খেয়েছে লা লিগা। আর্থিক সমস্যা মেটাতে ৩.২ বিলিয়ন মার্কিন ডলার লোন নিয়েছে সিভিসি ক্যাপিটাল পার্টনারসের কাছ থেকে। এই অর্থের বেশিরভাগ বিভিন্ন ক্লাবকে দেওয়ার কথা। বার্সিলোনার লোন পাওয়ার কথা ৩৩১ মিলিয়ন মার্কিন ডলার। যার ৭০ শতাংশ ক্লাবের পরিকাঠামোয় ব্যয় করা যাবে। ১৫ শতাংশ দিয়ে ফুটবলারদের বেতন বাড়ানো যাবে। ফলে মেসিকে ধরে রাখতে খুব একটা অসুবিধা হওয়ার কথা ছিল না। মেসি তাঁর বেতন অর্ধেক কমাতেও রাজি হয়েছিলেন। মেসিকে তারপরও ধরে রাখতে অন্যদের বেতনে কোপ পড়তে পারত। আর লা লিগার নিয়ম তাকে বৈধতা না দিতেই মেসির সঙ্গে বিচ্ছেদ ছাড়া উপায় ছিল না বার্সিলোনার। মেসি এখন কোন ক্লাবে যোগ দেবেন তা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি, নাকি পিএসজি–তে তিনি যোগ দেবেন তা স্পষ্ট হতে পারে দিন কয়েকের মধ্যেই।
- More Stories On :
- Football....Lionel Messi