ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল ভারত। ইংল্যান্ডের ১৮৩ রানের জবাবে ভারত প্রথম ইনিংসে তুলল ২৭৮। প্রথম ইনিংসে ৯৫ রানে এগিয়ে থেকে চালকের আসনে বিরাট কোহলিরা।
আগের দিন বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে দ্রুত ৪ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে গিয়েছিল ভারতীয় দল। চেতেশ্বর পুজারা, বিরাট কোহলিকে তুলে নিয়ে ভারতকে চাপে ফেলে দিয়েছিলেন জিমি অ্যান্ডারসন। বৃষ্টির জন্য খেলা বন্ধ হওয়ার সময় ভারতের রান ছিল ৪ উইকেটে ১২৫। তৃতীয় দিন খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পর বৃষ্টি নামে। খেলা শুরু হতেই ঋষভ পন্থের (২৫) উইকেট হারায় ভারত। অলি রবিনসনের বলে জনি বেয়ারস্টোর হাতে ক্যাচ দেন ঋষভ।
এরপর লোকেশ রাহুলের সঙ্গে জুটি বেঁধে দলকে টেনে নিয়ে যান রবীন্দ্র জাদেজা। প্রথম টেস্টে দলকে দারুণ নির্ভরতা দিলেন লোকেশ রাহুল। তিনি যখন সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন তখনই ধাক্কা দেন জিমি অ্যান্ডারসন। ২১৪ বল খেলে ৮৪ রান করে উইকেটের পেছনে জস বাটলারের হাতে ক্যাচ দেন লোকেশ রাহুল। জাদেজার সঙ্গে জুটিতে তিনি তোলেন ৬০ রান। এক ওভার পরেই শার্দুল ঠাকুরকে (০) তুলে নেন জিমি অ্যান্ডারসন। হাফ সেঞ্চুরি করার পর আউট হন রবীন্দ্র জাদেজা। ৮৬ বলে ৫৬ রান করে তিনি রবিনসনের বলে স্টুয়ার্ট ব্রডের হাতে ক্যাচ দেন। জাদেজা আউট হওয়ার পর সামি ও সিরাজের সঙ্গে জুটি বেঁধে আরও ৪৬ রান যোগ করে ভারতের লিড একশোর কাছে নিয়ে যান যশপ্রীত বুমরা। ৩৪ বলে ২৮ রান করেন তিনি। সামি করেন ১৩। এদিন লোকেশ রাহুলকে আউট করে টেস্টে ৬২০ তম উইকেট দখল করে অনিল কুম্বলেকে (৬১৯) টপকে যান জেমস অ্যান্ডারসন। তাঁর টেস্টে মোট শিকার দাঁড়াল ৬২১। ৫৪ রানের বিনিময়ে ৪ উইকেট দখল করেন তিনি। ৮৫ রানে ৫ উইকেট পান অলি রবিনসন।
- More Stories On :
- Cricket...India