হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক কার্লটন চ্যাপম্যান। বয়স হয়েছিল ৪৯ বছর।
দীর্ঘদিন ধরেই লিভারের সমস্যায় ভুগছিলেন চ্যাপম্যান। সোমবার সকালে বেশি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে মারা যান এই প্রাক্তন ফুটবলার।
১৯৯১ সালে টি এফ এতে যোগ দেন চ্যাপম্যান। দুবছর বাদে ইস্টবেঙ্গলে সই করেন। ১৯৯৩ সালে এশিয়ান কাপ উইনার্স কাপের ম্যাচে লাল হলুদের হয়ে ইরাকের আল জাওরার বিরুদ্ধে দুরন্ত হ্যাটট্রিক করেছিলেন। ১৯৯৫ সালে জেসিটিতে যোগ দেন। ১৯৯৬ সালে জেসিটি–র হয়ে ফেডারেশন কাপ, আই এফ এ শিল্ড ও ডুরান্ড কাপ জিতেছিলেন। ১৯৯৭–তে সুখবিন্দার সিংয়ের কোচিংয়ে জেসিটির জার্সিতে প্রথম জাতীয় লিগ জয়ের কৃতিত্ব অর্জন করেন। ইস্টবেঙ্গলে দুদফায় খেলার সময় ৪ বার কলকাতা লিগ (১৯৯৩, ৯৮-২০০০), ২ বার শিল্ড ( ৯৪, ২০০০), একবার ডুরান্ড, রোভার্স, কলিঙ্গ কাপ জেতেন।
বাংলার হয়ে ১৯৯৩, ১৯৯৪, ১৯৯৮ সালে সন্তোষ ট্রফি জয়ের কৃতিত্ব রয়েছে চ্যাপম্যানের। সন্তোষ ট্রফির ইতিহাসে ১৯৯৫ সালে গোয়ার বিরুদ্ধে প্রথম গোল্ডেন গোলের অধিকারী তিনি।
উইঙ্গার ও মিডফিল্ডার দুটো পজিশনেই দাপিয়ে খেলেছিলেন চ্যাপম্যান। তাঁর নেতৃত্বে ১৯৯৭ সালে কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল ভারত। দেশের জার্সিতে ৩৯ ম্যাচে ৬ গোল করেছিলেন তিনি। ৫টি ম্যাচে দেশকে নেতৃত্ব দেন। ১৯৯৫ সাফ গেমস, ১৯৯৭ নেহরু কাপ, ১৯৯৯ সাফ চ্যাম্পিয়নশিপজয়ী দলের সদস্য ছিলেন চ্যাপম্যান।
২০০১ সালে ফুটবল থেকে অবসর নেন। ছাড়ার পর ২০০২ সালে টি এফ এ–তে কোচিং জীবন শুরু করেন চ্যাপম্যান। বিভিন্ন সময়ে রয়াল ওয়াহিংডো, ভবানীপুর এফসি, স্টুডেন্টস ইউনিয়ন এফসি, সুদেভা এফসিতে কোচিং করেন।
- More Stories On :
- Chapman.....Football