আফগানিস্তানে ক্ষমতা দখল করার আগে তালিবানরা প্রতিশ্রুতি দিয়েছিল, খেলার মাঠে তারা কোনও হস্তক্ষেপ করবে না। কিন্তু কথায় ও কাজে যে আকাশপাতাল পার্থক্য আছে, বুঝিয়ে দিয়েছে তালিব প্রশাসন। দায়িত্ব নেওয়ার পরপরই মেয়েদের সব খেলা বন্ধ করার কথা ঘোষণা করেছে তালিবানরা। আর এতে বেজায় চটেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড পরিস্কার জানিয়ে দিয়েছে তালিবানরা যদি আফগানিস্তানের মহিলা ক্রিকেটের ওপর নিষেধাজ্ঞা জারি করে তাহলে আফগানিস্তানের পুরুষ দলের সঙ্গে প্রস্তাবিত টেস্ট সিরিজ খেলবে না।
ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজ সিরিজ শুরুর আগে ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে ১ টেস্টের সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ায়। ২৭ নভেম্বর হোবার্টের ব্লান্ডস্টোন এরিনাতে এই টেস্ট ম্যাচ আয়োজনের পরিকল্পনা ছিল অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের। কিন্তু আফগানিস্তানের তালিবান প্রশাসনের কর্মকান্ডে সেই টেস্ট ম্যাচ এখন বিশ বাঁও জলে।
বেশ কিছুদিন ধরেই প্রচার করা হচ্ছিল তালিবানরা ক্রিকেট অনুরাগী। কিন্তু ক্ষমতায় আসার পরপরই মেয়েদের সব ধরণের খেলা বন্ধের ফতোয়া জারি করেছে। এর মধ্যে ক্রিকেটও রয়েছে। তালিবানদের দাবি, মেয়েদের খেলায় শরীর দেখা যায়। তাই মেয়েদের খেলার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তালিবানরা মেয়েদের খেলার ওপর নিষেধাজ্ঞা জারি করায় সমালোচনায় সরব বিশ্বের ক্রীড়ামহল। এর মধ্যে অস্ট্রেলিয়াও রয়েছে। অস্ট্রেলিয়া সরকার বোর্ডকে নির্দেশ দিয়েছে আফগানিস্তানের সঙ্গে সমস্ত ক্রিকেটীয় সম্পর্ক ছেদ করার। অস্ট্রেলিয়া বোর্ডের সিদ্ধান্তে সমস্যায় পড়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
অস্ট্রেলিয়ার ক্রীড়ামন্ত্রী রিচার্ড কলবেকসহ অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন রাজনীতিবিদ বলেছেন, আফগানিস্তান মহিলাদের ক্রিকেট বন্ধ করে দিলে পুরুষদের টেস্ট ম্যাচও আয়োজন করা যাবে না। সেই পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, ‘বিশ্বব্যাপী মহিলা ক্রিকেটের বিকাশ ঘটানোর ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার অনেক বেশি গুরুত্ব দেয়। ক্রিকেটের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি হল, এই খেলাটি সকলের জন্য এবং আমরা প্রতিটি স্তরে মহিলাদের জন্য স্পষ্টভাবে সমর্থন করি। সাম্প্রতিক মিডিয়া রিপোর্ট অনুসারে যদি আফগানিস্তান সরকার মহিলা ক্রিকেট সমর্থন না করে, তা হলে হোবার্টে প্রস্তাবিত আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ বাতিল করা ছাড়া ক্রিকেট অস্ট্রেলিয়ার কোন বিকল্প থাকবে না।’
কদিন আগেই তালিবানদের কালচরাল কমিশনের ডেপুটি হেড আহমাদুল্লা ওয়াসিক বলেছিলেন, ‘মহিলাদের ক্রিকেট খেলার কোনও প্রয়োজন আছে বলে মনে করি না। ক্রিকেটে মহিলাদের মুখ ও শরীর ঢাকা থাকে না। ইসলাম এই ধরণের বিষয় বরদাস্ত করে না। তাই মহিলাদের খেলার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছ।’
- More Stories On :
- Cricket
- Afghanistan
- Australia