বাংলায় ২০০ আসন পাওয়ার ঘোষণা করেছেন অমিত শাহ। ওঁর ভবিষ্যৎবাণী কেমন, তা আগেই দেখেছে মানুষ। অতীতে, ২০১৫ সালে বিহার, ২০১৫ ও ২০২০ সালের দিল্লি নির্বাচন, গুজরাত, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়ে ওঁর ভবিষ্যৎবাণী , ওঁর সংখ্যা পুরোপুরি ভুল হয়েছে। শুক্রবার তৃণমূলের তরফ থেকে জারি করা এক প্রেস বিবৃতিতে এমনই দাবি করা হয়েছে। এরপরই বাংলা জয়ে শাহের টার্গেটকে একহাত নিয়ে তৃণমূলের দাবি, ২০২১ সালে বাংলায় ফের মানুষ দেখবে। বিশ্রাম নিন। ভারতকে রক্ষা করতে বাংলা বরাবরই এগিয়ে যাবে।
আরও পড়ুন ঃ দলের তরফে নানা প্রতিশ্রুতি দিলেও কিছুই পূরণ হয়নি , অভিযোগ মিহির গোস্বামীর
এই প্রেস বিবৃতিতে আরও বলা হয়েছে , আবারও মিথ্যার ঝুরি নিয়ে বাংলায় এলেন অমিত শাহ। বাংলাকে হেয় করার, অপমান করার মিশন অব্যাহত। বাংলার মানুষ লড়তে তৈরি। বাংলার মানুষ চ্যালেঞ্জ গ্রহণ করবে। উনি কেন বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যক্তিগত অভিযোগ করেন, যখন জানেন, তার কোনও ভিত্তি নেই? জয় শাহের কী এমন যোগ্যতা রয়েছে, যে উনি হঠাৎ ভারতে ক্রিকেট প্রশাসকের পদ পেলেন? কী ম্যাজিক ফর্মুলার জন্য উনি বিসিসিআই সচিব হলেন? এছাড়াও কেন তিনি এজেন্সিগুলির অপব্যবহার করছেন , সেই প্রশ্নও তোলা হয় রাজ্যের শাসক দলের তরফ থেকে।
- More Stories On :
- TMC
- তৃণমূল
- Press Release
- প্রেস বিবৃতি
- Amit Shah
- অমিত শাহ
- BJP
- বিজেপি