হুগলি জেলায় তৃণমূলের হেভিওয়েট নেতা, মন্ত্রী, সাংসদদের নিয়ে গড়া কোর কমিটির বিধানসভাভিত্তিক তিনটি জনসভা যেখানে কার্যত ফাঁকা মাঠে পথসভায় পরিণত হয়ে ডাহা ফ্লপ, সেখানে তারকেশ্বরে একটি বিজয়া সম্মিলনীতে দেখা গেল উপচে পড়া ভিড়। বুধবার ৪ নভেম্বর ২০২০ তারকেশ্বরের উপ পৌরপিতা উত্তম কুণ্ডুর নেতৃত্বে তারকেশ্বর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল। তারকেশ্বর বিধানসভার বিভিন্ন স্কুলের শিক্ষক ও এলাকার প্রবীণ নাগরিকদের সংবর্ধনা দেওয়া হয়। বিশেষভাবে সক্ষম ভাইদের ট্রাইসাইকেল প্রদান-সহ নানা মানবিক কর্মসূচি নেওয়া হয়। উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সহ সভাপতি শান্তনু বন্দ্যোপাধ্যায়। তবে হেভিওয়েট নেতা, মন্ত্রী, সাংসদদের উপস্থিতি ছাড়াই অনুষ্ঠানে এতো জনসমাগম নিয়ে চর্চা শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে।
- More Stories On :
- Santanu Banerjee
- AITC Hooghly
- TMYC